Dr. Neem on Daraz
Victory Day

প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানালেন যুবা টাইগারদের


আগামী নিউজ | নিজস্ব ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২০, ০১:০১ এএম
প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানালেন যুবা টাইগারদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা: ফাইল ছবি

ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডকে  ৬ উইকেটে উড়িয়ে দিয়ে। প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে যুবা টাইগাররা। এ জয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি সরকারি সফরে ইতালি রয়েছেন।      


পচেফস্ট্রুমে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় সেমি-ফাইনালে ৬ উইকেটে জেতে বাংলাদেশ। ২১২ রান ছাড়িয়ে গেছে ৩৫ বল বাকি থাকতেই।

টানা নবম জয় পেল বাংলাদেশ। যুব ওয়ানডেতে এটাই তাদের সেরা ধারাবাহিক ফল। ২০০৫ সালে টানা আট ম্যাচ জিতেছিল তারা।

এর আগে একবারই সেমি-ফাইনালে খেলেছিল বাংলাদেশ। ২০১৬ আসরে দেশের মাটিতে হয়েছিল তৃতীয়। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মাহমুদুল হাসান জয়ের অনবদ্য সেঞ্চুরিতে কিউই যুবাদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ২০১৬ সালের অতৃপ্তি বাংলাদেশ মেটালো ২০২০ সালে।
আগামী নিউজ/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে