Dr. Neem on Daraz
Victory Day

ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসে তামিম


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২০, ০১:৪৯ পিএম
ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসে তামিম

ছবি সংগৃহীত

ঢাকা : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন তামিম ইকবাল। তৃতীয় দিনে সেই ডাবলকে ট্রিপলে রুপ দিয়ে ইতিহাস গড়লেন ড্যাশিং এ ব্যাটসম্যান। তবে প্রথম নয়, দ্বিতীয় বাংলাদেশি হিসাবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ত্রিশতক হাঁকালেন তামিম।

এক যুগেরও বেশি সময় আগে প্রথম বাংলাদেশি হিসাবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন রকিবুল হাসান। বরিশাল বিভাগের বিপক্ষে সিলেটের হয়ে ৩১৩ রান করেছিলেন তিনি। এবার রকিবুলকে ছাপিয়ে যাবার হাতছানি তামিমের সামনে। 

শনিবার মধ্যাঞ্চলের বিপক্ষে দিন শেষে ২২২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন পূর্বাঞ্চলের এ ওপেনার তামিম ইকবাল। রবিবার দুপুরেই ইতিহাস গড়ে ফেলেন জাতীয় দলের এই ওপেনার। শুভাগত হোমের করা ১৩৫তম ওভারের দ্বিতীয় বলে ১ রান নিয়ে ‘ট্রিপল’ সেঞ্চুরি পুর্ণ করেন তামিম। ৪০৭ বল মোকাবেলা করে ১০৯টি সিঙ্গেল, ১৪টি ডাবল, ১টি ট্রিপল ও ৪০টি চারের সহায়তার ত্রিশতক করেন তিনি।

তামিমের ট্রিপল সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়ছে পূর্বাঞ্চল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩৫ ওভারে তাদের সংগ্রহ ২ উইকেটে ৫১১ রান। মধ্যাঞ্চলের করা ২১৩ রানের বিপরীতে এরই মধ্যে তাদের লিড দাঁড়িয়েছে ২৯৮ রান।

২০০৭ সালের ২১ মার্চ ফতুল্লা স্টেডিয়ামে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রকিবুল হাসান। জাতীয় লিগের ম্যাচে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এরপর দীর্ঘ ১৩ বছরে নাসির হোসেন, মার্শাল আইয়ুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শামসুর রহমান, লিটন দাসরা সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু কেউই ত্রিশতকের দেখা পাননি।  শেষ পর্যন্ত তামিমের ব্যাটে দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি দেখল ক্রিকেট ভক্তরা।

আগামীনিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে