ছবি: সংগৃহীত
ঢাকা: ৪৬ রানে ৫ উইকেট পড়া উত্তরাঞ্চলের শঙ্কা ছিল একশ’র নিচে গুটিয়ে যায় কি না। সেই শঙ্কা সত্যি হতে দেননি অলরাউন্ডার আরিফুল হক ও রনি তালুকদার। দুজনে মিলে উত্তরাঞ্চলকে দুই শ ছাড়াতে বড় অবদান রেখেছেন। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিএলের প্রথম রাউন্ডে ফজলে রাব্বির সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চল করেছিল ২৬২ রান। আগের দিন ইনিংস শুরু করে ৫ ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় উত্তরাঞ্চল। শনিবার (১ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনে তারা শেষ পর্যন্ত করেছে ২০৭ রান। ৫৫ রানের লিড পেয়েছে দক্ষিণাঞ্চল। রনি ও আরিফুল প্রতিরোধ না গড়লে আরো বড় লিড হতে পারত দক্ষিণাঞ্চলের।
দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে ১ উইকেটে ৪০ রান তুলেছে দক্ষিণাঞ্চল। দলটি এগিয়ে রয়েছে ৯৫ রানে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ফজলে রাব্বি ফিরে গেছেন ২ রান করে। শাহরিয়ার নাফীস ১৯ এবং শামসুর রহমান ১৬ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে ৫ উইকেটে ৪৬ রান নিয়ে নেমে ঘাসের উইকেটে প্রতিরোধ গড়েন রনি ও তানবীর হায়দার। ৫৮ রানের জুটিতে একশো পার করেন তারা। ৯২ বলে ৩৪ করে আব্দুর রাজ্জাকের বলে তানবীর আউট হলে ভাঙে এই জুটি। পরে ১৪৩ বলে চোয়ালবদ্ধ দৃঢ়তায় ৫৫ করা রনিকেও ফেরান রাজ্জাক। অলরাউন্ডার আরিফুলের সঙ্গে পরে দাঁড়িয়ে যান পেসার সুমন খান। দুজনে মিলে যোগ করেন ৫২ রান। দুই শ পেরিয়ে যায় উত্তরাঞ্চল। সুমন ৪৮ বলে ২৭ রান করে আউট হলেও আরিফুল অপরাজিত থেকে যান ১১১ বলে ৫৮ রানে। আগের দিন ৫ উইকেট নেওয়া শফিউল ইসলাম শেষ অবধি ৬ উইকেট নেন ৪০ রানে। রাজ্জাক ৭২ রানে নিয়েছেন ৪ উইকেট।
আগামীনিউজ/আরবি/জেডআই