Dr. Neem on Daraz
Victory Day

করোনা ভাইরাসে থেমে গেল ‘চাইনিজ সুপার লিগ’ 


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২০, ০৮:৩৯ পিএম
করোনা ভাইরাসে থেমে গেল ‘চাইনিজ সুপার লিগ’ 

ফাইল ছবি

ঢাকা : করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে চাইনিজদের জীবনযাত্রা। চীনজুড়ে ছড়িয়ে পড়া রহস্যময় ভাইরাসে মৃতের সংখ্যা দিনকে দিন  বেড়েই চলেছে। এবার দেশটির ক্রীড়াঙ্গণেও হানা দিয়েছে এটি। সেই জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ‘চাইনিজ সুপার লিগ’।  

এ কারণে নিজেদের ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগ ‘চাইনিজ সুপার লিগের’ সূচি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।

পেছানোর কারণ হিসেবে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই প্রক্রিয়ার অংশ হিসেবে লিগের সময় পিছিয়ে দিয়েছেন তারা। আগের সূচি অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি থেকে চাইনিজ সুপার লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচির ব্যাপারে অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক সূচির কোনো পরিবর্তন হলে তা দ্রুতই জানিয়ে দেওয়া হবে।

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলার কথা ছিল এবারের সুপার লিগ। যেখানে খেলার কথা রয়েছে ইয়াইয়া তোরে, মারওয়ান ফেলাইনি, অস্কার, মার্কো অরনাতোভিচদের। 

শুধু চাইনিজ সুপার লিগই নয়, করোনা ভাইরাসের কারণে চীনের অন্যান্য খেলাধুলাও ব্যাহত হচ্ছে। আগামী ১৫-১৬ ফেব্রুয়ারি চীনের ইয়াঙ্কিংয়ে পুরুষদের আলপিন স্কিয়িং বিশ্বকাপ হওয়ার কথা ছিল। সেটি বাতিল করা হয়েছে জরুরি অবস্থার কারণে।

আগামীনিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে