Dr. Neem on Daraz
Victory Day

প্রথম টেস্টে ইমরুল-সাদমানকে নিয়ে সংশয়


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২০, ১২:৩৬ পিএম
প্রথম টেস্টে ইমরুল-সাদমানকে নিয়ে সংশয়

ছবি সংগৃহীত

ঢাকা : প্রথম দফায় পাকিস্তান সফর শেষে শূন্য হাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দ্বিতীয় ধাপে একটি টেস্ট খেলতে ৪ ফেব্রুয়ারি আবারো পাকিস্তান যাচ্ছে লাল-সবুজ দল। বাংলাদেশ ক্রিকেট লিগকে (বিসিএল) প্রস্তুতির মঞ্চ হিসাবে ধরা হয়েছে। কিন্তু চোটের কারণে সেখানে খেলতে পারছেন না ইমরুল কায়েস ও সাদমান ইসলাম।

আগামী ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। সেই টেস্টে ইমরুল ও সাদমান খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বিপিএলে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ইমরুল। অপরদিকে কবজির চোটে ভুগছেন সাদমান।

শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডেও অনিশ্চিত ইমরুল ও সাদমান। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, বিসিএলের প্রথম রাউন্ডে সাদমানকে বিবেচনায় না আনার জন্য ম্যানেজমেন্টকে বলা হয়েছে। তাকে এক সপ্তাহ বিশ্রামে থাকতে পরামর্শ দেয়া হয়েছে। আর ইমরুল কায়েস উন্নতি করলেও খেলায় ফিরতে তার আরো সময় প্রয়োজন। তাকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট না খেলার কথা বলা হয়েছে।

আগামীনিউজ/জেডআই/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে