Dr. Neem on Daraz
Victory Day

‘দল হারলে খুশি পিসিবি’


আগামী নিউজ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৩, ০৫:৩০ পিএম
‘দল হারলে খুশি পিসিবি’

ঢাকাঃ টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু করলেও একটানা চার ম্যাচ হেরে পাকিস্তানের সেমির স্বপ্ন শেষই বলা যায়। আর এমন অবস্থায় বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের সিনিয়র এক ক্রিকেটার। ক্রিকবাজের কাছে তার দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ডই (পিসিবি) চায় না তাদের দেশ জিতুক।

এমন চাওয়ায় পিসিবির লাভ হচ্ছে বাবর আজমের নেতৃত্বে থাকা পুরো দলকে তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখবে। এমনকি দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে চায় তারা। আর সেটা তখনই সম্ভব, যখন দল জিতবে না।

ক্রিকবাজকে সেই সিনিয়র পাকিস্তানি ক্রিকেটার বলেন, ‘পিসিবি চায় পাকিস্তান ক্রিকেট দল খারাপ করুক। এই পিসিবি কর্তারা কেউই চায় না পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপ জিতুক। কারণ, তারা এই দলটার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চায়। এই দলে ইচ্ছেমতো অদলবদল করতে চায়। এরা নেতৃত্বের ওপরও নিয়ন্ত্রণ চায়।’

‘আমরা বিশ্বকাপ খেলতে এসেছি আর পিসিবি রাজনীতি করছে। এই ধরনের কার্যকলাপ পিসিবি অনেক দিন ধরেই করে আসছে। এই পিসিবিতে যারা আছে, তারা সবাই সুযোগসন্ধানী ও স্বার্থান্ধ। এসব করার পর আমি বিশ্বকাপের পর পিসিবি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তার চোখের ভাষা পড়তে চাই। অবশ্য তিনি যদি সে পর্যন্ত নিজের পদ ধরে রাখতে পারেন!’-আরো যোগ করেন তিনি।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে