Dr. Neem on Daraz
Victory Day

বিসিএলে ৩ বছর পর মোস্তাফিজ, খেলবেন তামিম-মুশফিকরাও


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২০, ০৭:৫২ পিএম
বিসিএলে ৩ বছর পর মোস্তাফিজ, খেলবেন তামিম-মুশফিকরাও

ঢাকা: পাকিস্তানে প্রথম দফার সফর শেষ বাংলাদেশ দলের। সোমবার (২৭ জানুয়ারি) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। দ্বিতীয় দফায় ফেব্রুয়ারিতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। এই সফরে রাওয়ালপিন্ডিতে একটি টেস্ট খেলবে তামিম-মুশফিকরা। সাদা পোশাকের প্রস্তুতির জন্য তড়িঘড়ি করে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুরু হবে ৩১ জানুয়ারি থেকে।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল ফ্রাঞ্চাইজিভিক্তিক প্রথম শ্রেণির ক্রিকেটের (বিসিএল) ‘প্লেয়ার্স ড্রাফট’। খেলোয়াড়দের এই নিলামে ৫৪ জন ক্রিকেটার দল পেয়েছেন। ২৪ জনকে ধরে রেখেছে দলগুলো।

বিসিএলের প্রথম ও তৃতীয় রাউন্ডে খেলার কথা রয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহদের খেলা অনেকটাই নিশ্চিত। তিন বছর পর বিসিএলের দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার সবশেষ বিসিএল খেলেছিলেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। ফিটনেস পরীক্ষায় পাশ করতে না পারায় বিসিএলের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান করা তুষার ইমরানের। তাই তাঁর বিসিএলেও খেলা হচ্ছে না।

বিসিএলে কে কোন দলে খেলবেন

বিসিবি উত্তরাঞ্চল: লিটন দাস, তাসকিন আহমেদ, সুমন খান, রনি তালুকদার, মাহিদুল ইসলাম, তানভীর হায়দার, সানজিত সাহা, রিশাদ হোসেন, জহুরুল ইসলাম, সালাউদ্দিন শাকিল, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলী ও মুক্তার আলী।

ধরে রাখা খেলোয়াড়: মুশফিকুর রহিম, আরিফুল হক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, সানজামুল ইসলাম, ইবাদত হোসেন।


বিসিবি দক্ষিণাঞ্চল: মাহমুদউল্লাহ, ফজলে রাব্বী, শামসুর রহমান, ফরহাদ রেজা, আল আমিন জুনিয়র, কামরুল ইসলাম, নাসুম আহমেদ, শাহরিয়ার নাফীস, রবিউল হক, ইরফান শুকুর, আমিনুল ইসলাম, মাহমুদুল হাসান, রুবেল মিয়া।
ধরে রাখা খেলোয়াড়: আবদুর রাজ্জাক, আল আমিন, এনামুল হক, মেহেদী হাসান, নুরুল হাসান, শফিউল ইসলাম।


ওয়ালটন মধ্যাঞ্চল: মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম, জাকের আলী, নাঈম শেখ, নাজমুল ইসলাম, ইরফান হোসেন, আবদুল মুজিব, সোহরাওয়ার্দী শুভ, শরিফুল ইসলাম, আকবর আলী, মেহেদী হাসান মিরাজ।

ধরে রাখা খেলোয়াড়: সাইফ হাসান, শুভাগত হোম, তাইবুর রহমান, নাজমুল হোসেন, আরাফাত সানি, শফিউল ইসলাম।


ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল: রুবেল হোসেন, ইয়াসির আলী চৌধুরী, হাসান মাহমুদ, পিনাক ঘোষ, তাইজুল ইসলাম, জাকির হাসান, তানভীর ইসলাম, নাসির হোসেন, অমিত হাসান, ইমানুর উজ জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী।
ধরে রাখা খেলোয়াড়: তামিম ইকবাল, ইমরুল কায়েস, আবু জায়েদ, আফিফ হোসেন, মুমিনুল হক, নাঈম হাসান, মোহাম্মদ আশরাফুল।

আগামীনিউজ/আরবি/জেডআই

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে