Dr. Neem on Daraz
Victory Day

টানা দুই ম্যাচে হারল রোনালদোর আল নাসের


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩, ১২:১৩ পিএম
টানা দুই ম্যাচে হারল রোনালদোর আল নাসের

ঢাকাঃ সৌদি প্রো লিগের নতুন মৌসুমে শুরুটা ভালো হয়নি আল নাসেরের। প্রথম ম্যাচেই আল ইত্তিফাকের কাছে ২-১ হেরে যায় তারা। তবে সে ম্যাচে দলের হয়ে মাঠে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর গতকাল রাতের ম্যাচে পর্তুগীজ মহাতারকা ফিরলেও জয়ের দেখা পায়নি তাঁর দল। আল তাউনের কাছে রোনালদো-মানেরা হেরেছেন ২-০ ব্যবধানে। 

আল তাউনের বিপক্ষে গতকাল ঘরের মাঠে খেলতে নেমেছিল আল নাসের। রোনালদো, মানে, মার্সেলো ব্রজোভিচ এবং আন্দ্রেসন তালিসকাদের সমন্বয়ে গড়া স্বাগতিকরাই কাল ছিল ফেবারিট। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও গতকাল অসাধারণ এক জয় পেয়েছে আল তাউন। 

নতুন মৌসুম শুরুর আগে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ শিরোপা জিতে প্রো লিগে দারুণ কিছু করার বার্তাই দিয়েছিল আল নাসের। আর চোট কাটিয়ে রোনালদো দলে ফেরায়ও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল আল নাসের। তবে কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় অসন্তোষ নিয়েই মাঠ ছাড়তে দেখা যায় সিআরসেভেনকে। 

এদিকে গতকালের ম্যাচে আল নাসের ম্যাচের ৬১ শতাংশ সময়ই বলের দখল রেখেছিল নিজেদের কাছে, প্রতিপক্ষের জাল বরাবর শটও নিয়েছিল ২৪ টি যার ৫টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ৩৯ শতাংশ সময় বল দখলে রেখে ৮টি শট নেয়া আল তাউন লক্ষ্যে রাখতে পেরেছিল ৬টি শট। 

এমন ম্যাচে গতকাল প্রথম লিড নেয় আল তাউনই। ম্যাচের ২০ মিনিটেই লেয়ান্দ্রো তাওম্বার গোলে এগিয়ে যায় তারা। এরপর ম্যাচের একেবারে শেষ মুহুর্তে আরও একটি গোল করে দলকে এগিয়ে দেন আহমেদ বাহউসাইন। 
এদিকে লিগের শুরুতেই টানা দুই ম্যাচ হারায় এ মৌসুমে দুর্দান্ত কিছু করা বেশ কঠিনই হয়ে পড়েছে আল নাসেরের জন্য। ক্লাবের এমন পারফর্ম্যান্সে হতাশা প্রকাশ করেছেন দলের সমর্থকরাও। 

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে