Dr. Neem on Daraz
Victory Day

রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩, ১১:৪৪ এএম
রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর

ঢাকাঃ ক্রিশ্চিয়ানো রোনালদো যে এখনো ফুরিয়ে যাননি, বরং এখনো যে ট্রফি জেতার ক্ষুধা এবং সামর্থ্য দুই ই আছে। সে কথাটাই প্রমাণিত হল আরো একবার। গতকাল আরব কাপের ফাইনালে পিছিয়ে পড়েও পর্তুগীজ মহাতারকার জোড়া গোলেই জয় পেয়েছে সৌদি ক্লাবটি।

আল হিলালের বিপক্ষে ম্যাচের তখন ৭১ মিনিট। আল নাসর ইতিমধ্যেই এক গোলে পিছিয়ে আছে। সেই সময়ে রেফারি লাল কার্ড দেখানোয় দশজনের দলে পরিণত হলো রোনালদোর দল। কিন্তু দলে যখন পরাজয়ের শঙ্কা ভর করেছে ঠিক তখনই স্বরঊপে ধরা দিলেন টানা তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই তারকা। ৭৪ মিনিটে দুর্দান্ত নিপূণতায় গোল করলেন তিনি। ফলে ম্যাচে ১-১ সমতায় ফিরলো তাঁর দল।

এরপর দুই দলই গোলের দেখা পেতে মরিয়া হয়েই চেষ্টা করলেও সফল হয়নি কেউ। ফলে নির্ধারিত নব্বই মিনিটের পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে এখানেই আরো একবার রোনালদো ম্যাজিক। একজন কম নিয়েও ৯৮ মিনিটে আবারো লক্ষ্যভেদ করেন পর্তুগীজ এই কিংবদন্তী। ফলে এক গোলে এগিয়ে যায় আল নাসর।

এরপর ম্যাচের ১১৪ মিনিটে পায়ে চোট পেয়ে রোনালদোকে মাঠ ছেড়ে যেতে হলেও জয় হাতছাড়া হয়নি তাঁর দলের। ফলে অতিরিক্ত সময়ের পর জয়ী হয় ক্লাবটি। কিংস কাপ নামে পরিচিত ৪২ বছরের পুরনো এই টুর্নামেন্টে এবারই আল নাসর প্রথম এই শিরোপা জিতলো। আর সৌদি ক্লাবটিতে যোগ দেয়ার পর এটিই সিআরসেভেনের প্রথম শিরোপা। 

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে