Dr. Neem on Daraz
Victory Day

পাকিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন ফাওয়াদ


আগামী নিউজ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০৭:১৩ পিএম
পাকিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন ফাওয়াদ

ফাইল ছবি

ঢাকাঃ বয়স ৩৭ এর কাছাকাছি, জাতীয় দলে নেই লম্বা সময় ধরে। এমন পরিস্থিতিতে নিজের সেরা বিকল্প বেছে নিলেন পাকিস্তানের ফাওয়াদ আলম। পাকিস্তান ক্রিকেটকে বিদায় বলে পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট টি-টোয়েন্টির দল শিকাগো কিংসম্যানে যোগ দিচ্ছেন ফাওয়াদ। সেখানে যুক্তরাষ্ট্রের স্থানীয় ক্রিকেটার হয়েই খেলবেন এই বাঁহাতি ব্যাটার। সদ্য সমাপ্ত মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টের পর যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা অবস্থান মাইনর লিগের।


তিনি অবশ্য নতুন নন, এর আগেও পাকিস্তানের সামি আসলাম, হাম্মাদ আজম, সাইফ বদর এবং মোহাম্মদ মোহসিনের মতো ক্রিকেটাররা দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে ক্যারিয়ার শুরু করেছেন।

পাকিস্তানের জার্সিতে ফাওয়াদের ক্যারিয়ার প্রায় ১৫ বছরের। ২০০৭ সালে সাদা বলের ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর ২০০৯ সালে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়ে নজর কাড়েন তিনি। কিন্তু কিছুদিন পরেই দলে অনিয়মিত হয়ে পড়েন ফাওয়াদ।

এরপর প্রায় ১১ বছর পর ফের জাতীয় দলে ফেরেন ফাওয়াদ। ২০২০ সালে দলে ফিরেই যেন নতুন রূপে দেখা দেন তিনি। ফেরার পর নিজের তৃতীয় ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দেখা পান। এরপর দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষেও তিন অঙ্কের দেখা পান তিনি।


তবে এরপরই আবার দারুণ ফর্মের উল্টো পিঠ দেখেন এই মিডল অর্ডার ব্যাটার। ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ইনিংসে তিনি মাত্র ৩৩ রান করেন। এরপর ফাওয়াদের ব্যাট হাসেনি পরবর্তী শ্রীলঙ্কা সিরিজেও। টি-টোয়েন্টি ফরম্যাটে ফাওয়াদ পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলেও ছিলেন, তবে এরপর মাত্র ১১ ম্যাচে একাদশে সুযোগ মেলে তার।

আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১৯টি টেস্ট, ৩৮ ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৫টি এবং ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৪ এশিয়া কাপে একটি সেঞ্চুরি করেছিলেন ফাওয়াদ।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে