Dr. Neem on Daraz
Victory Day

‘ভারত দলের অংশ হওয়াটাও বড় ব্যাপার’


আগামী নিউজ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ০৯:১০ পিএম
‘ভারত দলের অংশ হওয়াটাও বড় ব্যাপার’

ফাইল ছবি

ঢাকাঃ একসময় ভারতের সীমিত ওভারের দলে যুবেন্দ্র চাহালের নামটি ছিল অবধারিত। দলের প্রথম পছন্দের স্পিনার ছিলেন তিনি। সময়ের পরিক্রমায় বদলে গেছে বাস্তবতা। দল থেকে বাদ পড়তে হয়েছে। পরে দলে ফিরলেও একাদশে এখন আর নিয়মিত নন এই লেগ স্পিনার। তবে সেই বাস্তবতা তিনি মেনে নিচ্ছেন সহজভাবেই। তার কাছে দলীয় খেলায় দলের প্রয়োজনই সবকিছুর আগে।  

চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পুরোটায় দর্শক হয়েই ছিলেন চাহাল। স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সঙ্গে ভারত আরেক স্পিনার হিসেবে বেছে নেয় কুলদিপ ইয়াদাভকে। বাঁহাতি এই রিস্ট স্পিনার প্রথম ম্যাচেই স্রেফ ৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। পরের ২ ম্যাচে তার শিকার ৩ উইকেট। 

সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত একাদশ সাজায় তিন স্পিনার নিয়ে। কিন্তু সেখানেও জায়গা হয়নি চাহালের। জাদেজা ও কুলদিপের সঙ্গে নেওয়া হয় বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেলকে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অবশ্য সুযোগ পান চাহাল। কুলদিপ ও আকসারের সঙ্গে একাদশে ঠাঁই মেলে তার। জাদেজা ছিলেন বিশ্রামে। সুযোগ পেয়ে চাহাল খারাপ করেননি। ৩ ওভারে ২৪ রান দিয়ে নেন ২ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকেই তিনি ফেরান ম্যাচের পঞ্চম ওভারে।

তবে তার পরও দ্বিতীয় ম্যাচে তার খেলার নিশ্চয়তা নেই। তা নিয়ে দুর্ভাবনা নেই বলেই দাবি করলেন চেহেল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এই লেগ স্পিনার বললেন, ভারতের মতো একটি দলে স্কোয়াডের অংশ হওয়াটাও বড় ব্যাপার।

'আমি খুশি যে ভারতের নীল জার্সি পরার সুযোগ পাচ্ছি এবং ঘরে বসে না থেকে দলের সঙ্গে সফরে থাকতে পারছি। এটা তো ব্যক্তিগত কোনো খেলা নয়। আমি দাবা খেলেছি, যেটি ব্যক্তিগত খেলা। কিন্তু এটা দাবা খেলা নয়। ক্রিকেট একটা দলীয় খেলা এবং ১৫ জন একসঙ্গে মাঠে যায়, ১১ জন মাঠে নেমে খেলে এবং আমরা সবাই মিলেই ম্যাচ জিতি।'


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে