Dr. Neem on Daraz
Victory Day

জোড়া গোলে রাজকীয় প্রত্যাবর্তন নেইমারের


আগামী নিউজ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ০৫:৩৯ পিএম
জোড়া গোলে রাজকীয় প্রত্যাবর্তন নেইমারের

ফাইল ছবি

ঢাকাঃ রাজার বেশেই ২০১৭ সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। সে সময় তাকে ঘিরে ক্লাবটির কত স্বপ্ন ছিল। শুরুর দিকে ভালো সময়ই পার করেন এই ব্রাজিলিয়ান; কিন্তু ধীরে ধীরে সেটি হতাশায় রূপ নেয়। নিয়মিত চোটে পড়া, মাঠের বাইরের নানা বিতর্ক আর অফফর্ম পিএসজির সঙ্গে তার দূরত্ব তৈরি করে। একসময় তাকে বেচার জন্য কম দৌড়ঝাঁপ করেনি পিএসজি। তবে মেসির ক্লাব ত্যাগ আর এমবাপেকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে প্যারিস জায়ান্টসদের আশা ভরসা যে হতে পারেন এক নেইমারই, সেটিই যেন দেখালেন সেলেসাও তারকা। 

প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় দুপুরে দক্ষিণ কোরিয়ার বুসান আসাইদ স্টেডিয়ামে স্থানীয় ক্লাব জেওনবাকের মুখোমুখি হয়েছিল পিএসজি। যেখানে স্বাগতিক ক্লাবটির বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ফরাসি জায়ান্টসরা। এই ম্যাচ দিয়েই প্রায় পাঁচ মাস পর মাঠে ফিরেছেন নেইমার। প্রত্যাবর্তনের ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকাও রাখলেন। 

— Panam’s (@panams75)
August 3, 2023
প্রথমার্ধে নেইমারের লিডে বিরতিতে যায় পিএসজি। পরে ম্যাচের অন্তিম মুহূর্ত তথা ৮৩ মিনিটে ব্রাজিল তারকার দ্বিতীয় গোলে লিড দ্বিগুণ করে সফরকারীরা। ৮৮ মিনিটে পিএসজির স্কোর ৩-০ করেন রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা মার্কো আসেনসিও। 

— Neymoleque | Fan (@Neymoleque)
August 3, 2023
গত মৌসুমের বেশির ভাগ সময়ই চোট পরিচর্যায় কাটাতে হয়েছিল নেইমারকে। প্রাক মৌসুমের শুরুর ম্যাচগুলোতেও খেলতে পারেননি। আগামী ১৩ আগস্ট থেকে শুরু হবে লিগ ওয়ানের নয়া মৌসুম। প্রথম দিন থেকে পিএসজির জার্সিতে মাঠ মাতাতে প্রস্তুত নেইমার।

পিএসজিও এখন নেইমারকে রেখে দিতে চায়। কেননা যে তিনজন বড় তারকাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরিকল্পনা সাজিয়েছিল তারা, সেটা একপ্রকার ভেস্তে গেছে।

 

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে