Dr. Neem on Daraz
Victory Day

একজনের সিদ্ধান্তে দল নির্বাচন হয় না: নান্নু


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩, ০৬:২৫ পিএম
একজনের সিদ্ধান্তে দল নির্বাচন হয় না: নান্নু

সংগৃহীত ছবি

ঢাকাঃ দল নির্বাচন কিংবা স্কোয়াডে কোন ক্রিকেটারদের প্রধান্য দেওয়া হবে, সেটার গুরু দায়িত্ব থাকে নির্বাচকদের কাঁধে। তাই দিনশেষে যদি দল ব্যর্থ হয় তাহলে আঙুল ওঠে নির্বাচকদের ওপরই। তবে মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, নির্বাচকদের বাইরেও দল সংশ্লিষ্ট অনেকেই দল নির্বাচনে মতামত দেন।

কোচ, অধিনায়ক কিংবা বোর্ড সভাপতি তাদের সবাই দল নির্বাচনে ভূমিকা রাখেন। তাই দল ব্যর্থ হলে শুধু মাত্র নির্বাচকদের ওপর দায় দেয়া উচিত নয় বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক। তার মতে, দল নির্বাচনে ভূমিকা থাকে ক্রিকেট অপারেশন্স বিভাগেরও। 

তিনি বলেন, 'এটা দলীয়ভাবে সব কিছু করা হয়, এটা একটা টিম গেইম। আমরা যারা আছি সবাই আলোচনা করেই কিন্তু সিদ্ধান্ত নেই। ক্রিকেট পরিচালনা প্রধানের সঙ্গেও আলাপ হয়। অধিনায়ক, কোচ এদের সবার সঙ্গেই আলোচনা হয়। দলীয়ভাবে আমরা কাজ করি। একা কোন সিদ্ধান্ত নেওয়া হয় না।'

আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য ৩২ জনের ইয়ো ইয়ো টেস্ট নেবে বিসিবি। শুধুমাত্র এই ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই আসন্ন এই দুই মেগা আসরের স্কোয়াডের জন্য বিবেচিত হবেন ক্রিকেটাররা। এই ৩২ জনের তালিকা অবশ্য প্রকাশ করছে না বোর্ড।

এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘৩২ জনের দল আমরা প্রকাশ করছি না, এটা আমাদের মধ্যেই থাকবে। ২১-২২ জনের যে স্কোয়াড দিব সেটা আমরা প্রকাশ করব। এখানে দেখবেন আমাদের তিনটা সংস্করণের অনুশীলন হচ্ছে একসঙ্গে। টাইগার্স অনুশীলন করছে, এদের সঙ্গে এইচপিও কিন্তু অনুশীলন করছে। বেশিরভাগ খেলোয়াড় কোন না কোন কাজে আছে। ওখান থেকেই ৩২ জনকে নিয়েছি।’ 

 

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে