Dr. Neem on Daraz
Victory Day

রেকর্ড দামে আল হিলালে এমবাপে!


আগামী নিউজ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ১০:১৩ পিএম
রেকর্ড দামে আল হিলালে এমবাপে!

ফাইল ছবি

ঢাকাঃ গত মৌসুম শেষ হওয়ার পর থেকেই গুঞ্জন পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপে। এই সময়ে একাধিক ক্লাবের সঙ্গে এই ফরোয়ার্ডের নাম শোনা গেছে। তবে অবশেষে টাকাতেই বোধহয় আটকে যাচ্ছে পিএসজি। রেকর্ড ২৫৯ মিলিয়ন ইউরোতে এই ফরাসি স্ট্রাইকারকে দলে ভেড়াতে যাচ্ছে সৌদির ক্লাব আল হিলাল, এই তথ্য নিশ্চিত করেছে স্কাই স্পোর্টস।

যুক্তরাজ্য ভিত্তিক এই সংবাদ মাধ্যমের দাবি, ইতোমধ্যেই আল হিলালের প্রস্তাবে রাজি হয়েছে পিএসজি। এমনকি ফরাসি তারকার সঙ্গে আলোচনা করতে আল হিলালকে অনুমতিও দিয়েছে পিএসজি।  

অবশ্য এমবাপের প্রতি আগ্রহী একাধিক ক্লাব। সেই তালিকায় আছে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল, চেলসি এবং লিভারপুলের মতো ক্লাবও। এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। এমবাপে নিজেও চান লস ব্লাঙ্কোসদের হয়ে খেলতে। কিন্তু আল হিলালের বড় অঙ্কের আর্থিক প্রস্তাবেই হয়তোবা এবার সাড়া দিচ্ছেন তিনি।

এদিকে মৌসুম শুরুর আগে আল-হিলালের মূল লক্ষ্য ছিল লিওনেল মেসি। আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী তারকা অবশ্য বেছে নিয়েছেন ইন্টার মায়ামিকে। মেসিকে না পেয়ে এবার মেসিরই সাবেক সতীর্থ এমবাপের দিকে হাত বাড়িয়েছে তারা।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে