Dr. Neem on Daraz
Victory Day

অসম্মানজনক আচরণের দায়ে শাস্তি পাচ্ছেন হারমানপ্রীত


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩, ০৩:২৪ পিএম
অসম্মানজনক আচরণের দায়ে শাস্তি পাচ্ছেন হারমানপ্রীত

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ মাঠে অনেক সময় খেলোয়াড়রা মেজাজ হারান। যেটাকে বলা হয় ‘হিট অব দ্য মোমেন্ট’। ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কাউর শনিবার বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। পরে আবার ব্যাট দিয়ে স্টাম্প ভেঙেছেন। এটুকু পর্যন্ত না হয় মানা যায়।

কিন্তু হারমানপ্রীত এরপর যা করলেন, সেটাকে কিছুতেই খেলোয়াড়সুলভ আচরণ বলা যাবে না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারিং এবং বাংলাদেশ দল নিয়ে অসম্মানজনক কথা বললেন। এমনকি মাইক্রোফোনেও বললেন, এরপর থেকে বাংলাদেশে খেলতে এলে আম্পায়াররা তাদের বিপক্ষে থাকবে ধরেই খেলতে আসতে হবে।

একজন পেশাদার খেলোয়াড় এভাবে কি বলতে পারেন? সেটাও আবার জনসম্মুখে! হারমানপ্রীতের অবশ্য সেই তুলনায় বড় শাস্তি হচ্ছে না। তার ম্যাচ ফির ৭৫ শতাংশ কেটে রাখার সিদ্ধান্ত হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে ৪টি ডিমেরিট পয়েন্ট।

আজ রোববার সকালে টিম হোটেলে ম্যাচ রেফারি আকতার আহমেদ শিপার এ শাস্তি দিয়েছেন। যা আইসিসির প্রেস রিলিজ আকারে আসবে মিডিয়ায়।

এখানেও হারমানপ্রিতের আচরণ প্রশ্নবিদ্ধ। তিনি সশরীরে শুনানিতে উপস্থিত হননি। আত্মপক্ষ সমর্থনের কোনোরকম চেষ্টাও করেননি। শাস্তির কপি তাকে পাঠিয়ে দেয়া হয়েছে।

জানা গেছে, ভারতীয় দলের ম্যানেজার তাৎক্ষণিকভাবে ডিমেরিটস পয়েন্ট কমানোর অনুরোধ করেছিলেন। তবে তা গ্রহণ করা হয়নি। ম্যাচ রেফারির শাস্তির কপি আইসিসির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় টিম ম্যানেজম্যান্ট অবশ্য পরে জানিয়েছে, শাস্তি মেনে নিয়েছেন হারমানপ্রীত।

উল্লেখ্য, কাল বাংলাদেশের দেয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচের ৩৪ তম আউট হন ভারতীয় অধিনায়ক। এসময় আম্পায়ারের দেয়া সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তিনি ব্যাট দিয়ে সজোরে স্ট্যাম্পে আঘাত করেন। এছাড়া মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় দর্শকদের হেয় করে ইঙ্গিত করেন তিনি।

এরপর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরাসরি আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্য করেন তিনি। হারমানপ্রীত বলেন, ‘আমি মনে করি খেলা থেকে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। এমনকি ক্রিকেটের বাইরেও যে ধরনের আম্পায়ারিং হচ্ছে তাতে আমরা খুবই অবাক হয়েছি। পরের বার যখন আমরা বাংলাদেশে আসব আমরা নিশ্চিত করব যে আমাদের এই ধরনের আম্পায়ারিং মোকাবেলা করতে হবে এবং সেই অনুযায়ী নিজেদের প্রস্ততিও নেব।’ 

এরপর ট্রফি নিয়ে দুই দলের ছবি তোলার সময় বাংলাদেশ দলকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ কথাও বলেন তিনি। যার ফলে তখনই দল নিয়ে মাঠ ত্যাগ করেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।   

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে