ঢাকাঃ ঘরের মাঠে ভারতীয় নারী দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষটিতে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুরে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আর ব্যাট হাতে মাঠে নেমে আজ ইতিহাসের জন্ম দিয়েছেন ওপেনার ফারজানা হক। ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী এ ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তিনি। ম্যাচের ৪৮ তম ওভারে দিপ্তী শর্মার বলে চার মেরে নিজের ব্যক্তিগত শতরান পূরণ করেন তিনি। আর তাতেই লাল-সবুজের দলে নারী ক্রিকেটের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম লেখালেন এই ওপেনার। তাঁর এমন দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই ৫০ ওভার শেষে বাঘিনীদের সংগ্রহ দাঁড়িয়েছে ২২৫।
তিন ম্যাচ ওয়ানডের এ সিরিজের আগের দুই ম্যাচে দুই দলই জিতেছে একটি করে ম্যাচ। আজ তাই সিরিজ জয়ের জন্য জয়ের বিকল্প নেই কারোরই। এমন ম্যাচে আগে ব্যাট করতে অধিনায়কের আস্থার শতভাগ প্রতিফলন দিয়েছেন দুই ওপেনার।
টাইগ্রেসদের দুর্দান্ত শুরু এনে দিয়ে নিজের ব্যক্তিগত ৫২ রানে শারমিন সুলাতানা সাজঘরে ফিরলেও আজ রানের চাকা সচল রেখেছেন ফারজানা। এক প্রান্তে ধরে খেলে দলীয় সংগ্রহ বাড়ানোর পাশাপাশি নিজের নামকেও তিনি আজ নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
ছেলেদের ক্রিকেটে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বপ্রথম সেঞ্চুরি করেছিলেন মেহরাব হোসেন অপি। আর আজ মেয়েদের ক্রিকেটে এ রেকর্ড গড়লেন ফারজানা। ইনিংসের শেষ বলে রান আউটের শিকার হলেও তিনি ১৬০ বলে তিনি ৬টি চারে খেলেছেন ১০৭ রানের এক ইনিংস।
এদিকে ভারতের বিপক্ষে বড় সংগ্রহ গড়ার পথে আজ ৩টি সফল জুটি গড়েছে বাংলাদেশ। ওপেনিং জুটিতে শারমিনের সঙ্গে ৯৩ রানের জুটি গড়েছিলেন ফারজানা। এরপর অধিনায়ক জ্যোতির সঙ্গেও তাঁর জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় আরও ৭১ রান।
এরপর সোবাহানা মুস্তারির সঙ্গেও ৫৬ রানের সফল এক জুটি গড়েছেন আজকের সেঞ্চুরিয়ান ফারজানা। আর তাতেই সফরকারীদের বিপক্ষে ২২৫ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
বুইউ