ঢাকাঃ জিম্বাবুয়েতে প্রথমবারের মত শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগ। জিম আফ্রো টি-টেন লিগ নামের এই টুর্নামেন্টের প্রথম আসরে আছেন বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার। জোবার্গ বাফেলোর হয়ে মুশফিকুর রহিম এবং এবং পেসার তাসকিন আহমেদ খেলছেন বুলাওয়ে ব্রেভসের হয়ে।
দুই টাইগার ক্রিকেটারের দল এবারের আসরে আজ প্রথম মুখোমুখি হয়েছিল। আর বুলাওয়ের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তাসকিন। মুশফিকের জোবার্গের বিপক্ষে প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হাফিজকে মুঠোবন্দী করেন বাংলাদেশী স্পিডস্টার।
এরপর একই ওভারে আরও দুই উইকেট নিয়েছেন তিনি। সব মিলিয়ে দুই ওভারে ১১ রান খরচায় তিন উইকেট নেন তিনি। বল হাতে এর আগের ম্যাচেও সাত রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন তিনি।
এদিকে তাসকিনের বোলিং তোপের পরও আজ জয় পেয়েছে মুসফিকের দলই। আর তাতে গুরুত্বপূর্ণ অবদান টাইগার উইকেটরক্ষক ব্যাটারের। ব্যাট হাতে তিনি আজ শাসন করেছেন বুলাওয়ের বোলারদের, খেলেছেন ২৩ বলে ৪৬ রানের এক ইনিংস যাতে চার মেরেছেন ৮টি। তাঁর এমন পারফরম্যান্সেই দশ ওভারে ১০৫ রানের সংগ্রহ পায় জোবার্গ।
এদিকে ১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি তাসকিনের বুলাওয়ের ব্যাটাররা। হাফিজ, মাসাকাদজাদের বোলিং তোপে শূন্য রানেই ফেরে ৬ জন। ফলে শেষ পর্যন্ত ৯৫ রানেই থামে তাদের ইনিংস। এতে করে এই লিগে তাসকিন-মুশফিকের প্রথম লড়াইয়ে দশ রানে জয়ী হয় মুশফিকের জোবার্গ।
বুইউ