Dr. Neem on Daraz
Victory Day

‘মারুফার বোলিং ভারতকেও অনুপ্রাণিত করেছে’


আগামী নিউজ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০২৩, ০৫:৩৫ পিএম
‘মারুফার বোলিং ভারতকেও অনুপ্রাণিত করেছে’

সংগৃহীত ছবি

ঢাকাঃ ভারতীয় নারী দলের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে আগুনঝরা বোলিং করেছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। প্রথম ওয়ানডেতে নীলফামারীর এই ক্রিকেটার ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছিলেন। অবশ্য ক্রিকেটার হওয়ার পথটা মারুফার জন্য মোটেও মসৃণ ছিল না। শত প্রতিকূলতা আর দারিদ্রতাকে পেছনে ঠেলে এই পেসার এখন নিজেকে প্রমাণ করছেন বিশ্বমঞ্চে।

সেই মারুফার বন্দনায় এবার মাতলেন বিশ্বের নারী ব্যাটারদের মধ্যে অন্যতম সেরা স্মৃতি মান্ধানা। ভারতীয় এই ক্রিকেটার আজ (শুক্রবার) মিরপুরে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন, মারুফাকে দেখে ভারতীয় দলের সবাই অনুপ্রাণিত।

বাংলাদেশি পেসার মারুফা আক্তার
স্মৃতি বলেন, ‘আমি বলব, সে খুব ভালো একজন ক্রিকেটার। গত ম্যাচ শেষে তার সঙ্গে খানিকটা কথা হয়েছে আমার। তাকে অভিনন্দন জানিয়ে বলেছি যে, তার পারফরম্যান্স আমাদের সবাইকেও দারুণ অনুপ্রাণিত করেছে। তার বয়স কত, এটা কোনো ব্যাপার নয়। মাঠে যেভাবে সে নিজেকে উপস্থাপন করছে, (বোলিংয়ের পাশাপাশি) ফিল্ডিংয়ে যেভাবে সে নিজেকে মেলে ধরছে, তা অসাধারণ। তার ভেতরে ভালো ক্রিকেটার হয়ে ওঠার যে আগুন দেখেছি…আমি নিশ্চিত, সামনের পথচলায় সে বাংলাদেশের জন্য অসাধারণ একজন ক্রিকেটার হয়ে উঠবে।’

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাঠে মারুফার বোলিং দেখার অপেক্ষায় এই ভারতীয় ওপেনার, ‘তার অ্যাকশন একদমই আলাদা। সে যতটা জোরে বল করে, অ্যাকশনের কারণেই আরও দ্রুতগতির মনে হয়। তার রিলিজ পয়েন্ট থেকে আমাদের ধারণার চেয়ে আরেকটু বেশি স্কিড করে তার বল। তাই (ব্যাটারদের) আরেকটু বেশি প্রস্তুত থাকতে হয়। এই ধরনের উইকেট অবশ্যই তাকে খুব একটা সহায়তা করছে না। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সে কেমন করে, দেখার অপেক্ষা থাকবে।’

 

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে