Dr. Neem on Daraz
Victory Day

সিরিজ জয়ের লক্ষ্যে সন্ধ্যায় নামছেন সাকিবরা


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ১১:৪৮ এএম
সিরিজ জয়ের লক্ষ্যে সন্ধ্যায় নামছেন সাকিবরা

ফাইল ছবি

ঢাকাঃ আফগানিস্তানের সঙ্গে আগের ৯ দেখায় মাত্র ৩টি টি-টোয়েন্টি জিতেছিল বাংলাদেশ। এবার সিরিজের প্রথম ম্যাচ জিতে সাকিব আল হাসানের দল সেই সংখ্যা চারে নিয়ে গেল। এর মাধ্যমে আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। আজ (১৬ জুলাই) দ্বিতীয় ও শেষ ম্যাচ জিতলেই সেটি নিশ্চিত হয়ে যাবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। টি-স্পোর্টস ও গাজী টিভি দ্বিতীয় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

এর আগে শুক্রবার তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে ২ উইকেটে জয় তুলে নিয়েছিল স্বাগতিকরা। প্রথম ম্যাচটি জিতলেও তীরে এসে তরি ডোবার মতো অবস্থা হয়েছিল বাংলাদেশের। শেষ ওভারে দরকার ছিল ৬ রান। ওই ওভারেই হ্যাটট্রিক করে বাংলাদেশকে বিপদে ফেলে দিয়েছিলেন করিম জানাত। শেষ পর্যন্ত দুর্বোধ্য হয়ে ওঠা ম্যাচটা জেতা গেছে দুই উইকেট ও এক বল হাতে রেখে। এমন জয়ে দারুণ অবদান রেখেছেন তাওহীদ হৃদয়। দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ এখন মানসিকভাবেও ভীষণ চাঙা। শনিবার ম্যাচের আগের দিন পুরো দল নির্ভার হয়ে ঘুঁরে বেড়িয়েছে। বেশিরভাগ ক্রিকেটার সিলেটের দর্শনীয় জায়গা ঘুরতে গিয়েছিলেন। আজ তাই নির্ভার মনে আফগানদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামছে বাংলাদেশ। 

অথচ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টির অতীত রেকর্ড মোটেও ভালো নয়। এখন পর্যন্ত দলটির বিপক্ষে এই ফরম্যাটে কোনও সিরিজই জিততে পারেনি। আগের দুটি সিরিজের মধ্যে একটি সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে। ঘরের মাঠের সিরিজটি ড্র করেছিল ১-১ ব্যবধানে। তবে এবারই প্রথম বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। শুধু কি তাই? আজ জিততে পারলে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ডও গড়বে তারা। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে শুধুমাত্র একবারই টানা তিনটি সিরিজ জয়ের নজির আছে বাংলাদেশের। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়েছিল। এবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের সামনে এখন আফগানিস্তান।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে