Dr. Neem on Daraz
Victory Day

আগামীকাল ভারতের মুখোমুখি হচ্ছে টাইগ্রেসরা


আগামী নিউজ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৫, ২০২৩, ১১:০৬ পিএম
আগামীকাল ভারতের মুখোমুখি হচ্ছে টাইগ্রেসরা

ফাইল ছবি

ঢাকাঃ ভারত নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ নারী দল এবার মাঠে নামতে যাচ্ছে ওয়ানডে সিরিজে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়। 

ওয়ানডে সিরিজ শুরুর আগে অবশ্য নিজেদের এগিয়ে রাখছে বাংলাদেশ দল। আজ শনিবার সংবাদ সম্মেলনে এসে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন এমন কথা, ‘বাংলাদেশকে ফেভারিট মনে করি কারণ শেষ ম্যাচটা আমরা জিতেছি। ফরম্যাট বদলে যাক অথবা যাই হোক, আমি আমাদের এগিয়ে রাখবো।'


‘আমার কাছে মনে হয় ভারতের চেয়ে আমরা ভালো ব্যাটিং করেছি। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি দেখেন, আমার কাছে মনে হয় আমাদের ব্যাটাররা উইকেটকে ভালো পড়তে পেরেছে। সে অনুযায়ী শট খেলেছে। এই ধরনের উইকেটে একটু সময় নিয়ে খেলতে হবে। টি-টোয়েন্টিতে সময় ওভাবে পাবো না। কিন্তু ওয়ানডেতে সময় ও সুযোগ থাকবে। আমরা এভাবেই কথা বলছি ব্যাটাররা যত সময় থাকতে পারে। ওখানে থাকতে হবে এবং অবশ্যই ইতিবাচক ক্রিকেট খেলতে হবে।’-যোগ করেন জ্যোতি।

বাংলাদেশ নারী দলের প্রধান হাসান তিলেকারত্নে সিরিজ জিততে চান, ‘যে কোনো কিছুই সম্ভব। কেন নয়? শেষ (টি-টোয়েন্টি) ম্যাচে আমাদের মেয়েরা কেমন খেলেছে, সবাই দেখেছে। হ্যাঁ আমরা সিরিজটি জিততে পারতাম। দুর্ভাগ্যবশত দ্বিতীয় ম্যাচটি শেষ করতে পারিনি। তবে তারা যেভাবে খেলছে, আমি শতভাগ নিশ্চিত যে, আমরা ইতিবাচক ফল নিয়ে আসতে পারব। ’ 

 ‘অবশ্যই। সিরিজের আগে আমরা কিছু (ওয়ানডে) ম্যাচ খেলেছি। ওই ম্যাচগুলো আমাদের খেলাটি সম্পর্কে শিখতে সাহায্য করেছে। একইসঙ্গে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটিও আমরা জিতেছি। আমি নিশ্চিত, তারা ওয়ানডেতেও একই রকম করবে।'-যোগ করেন হাসান।

এদিকে ওয়ানডে সিরিজ শুরুর আগে আজ শনিবার ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর এসেছিলেন সংবাদ সম্মেলনে। জানিয়েছেন বাংলার মেয়েদের সঙ্গে লড়াই করার কথা, 'আমরা জানি, অতীতে তারা ওয়ানডেতে ভালো করেছে। শেষ দুই (টি-টোয়েন্টি) ম্যাচেও তারা দারুণ লড়াই করেছে। কোনো কিছুই সহজে দিচ্ছে না আমাদেরকে। প্রতিটি জিনিসের জন্য আমাদের লড়াই করতে হচ্ছে। তবে আমরাও ওয়ানডে খেলতে পছন্দ করি এবং দলের ওপর আত্মবিশ্বাস আছে। আশা করি, নিজেদের ওপর বিশ্বাস দেখাতে পারব এবং যা করতে চাই তা করতে পারব।' 

তবে প্রতিপক্ষ দল নিয়ে খুব একটা ভাবতে রাজি নন হারমানপ্রিত। নিজেদের শক্তির জায়গা নিয়েই উন্নতির কথা ভারছেন ভারতীয় এই অধিনায়ক, 'তারা সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল এবং আমরা কখনও কোনো সংস্করণেই তাদেরকে সহজভাবে নেইনি। আগামীকালকে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা তাই নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবছি এবং কোন কোন জায়গায় উন্নতি প্রয়োজন তা দেখছি। এসব বিষয়েই মনোযোগ দিতে চাই।'

 

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে