Dr. Neem on Daraz
Victory Day

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ


আগামী নিউজ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২৩, ০৫:৫১ পিএম
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

ফাইল ছবি

ঢাকাঃ আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়ে টেস্ট জয়ের পর ওয়ানডেতে যেন অচেনা বাংলাদেশের দেখা মিলল । প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ে উপরে থাকা দলকে ওয়ানডে সিরিজে হারিয়ে রীতিমত উড়ছে রশিদ খানরা। চট্টগ্রামে ওয়ানডে সিরিজে হারের পর আজ সিলেটে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নামছে টিম টাইগার্স। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

 

প্রথম পর্বে আফগানিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরে সেরা সাফল্য পেয়েছিল টাইগাররা। মিরপুরে একমাত্র টেস্টে জয়ী হয়েছিল রেকর্ড রানের ব্যবধানে। এরপর দ্বিতীয় পর্বে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে জয় পেলেও প্রথম দুইটি হারায় সিরিজ খুইয়েছে তারা। আর আজ শুরু হচ্ছে সফরকারীদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। 

 

 

তবে সংক্ষিপ্ত এই ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে পরিসংখ্যান একেবারে নিজেদের পক্ষে নেই টাইগারদের। সফরকারীদের বিপক্ষে টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত মোট ৯ বার মুখোমুখি হলেও টাইগাররা জয় পেয়েছে মাত্র তিনটিতে। 

 

তবে সাকিব আল হাসানের দল ঘরের মাঠে ইংলিশদের হোয়াইটওয়াশ করে দারুণ আত্মবিশ্বাসী। সিরিজের প্রথম টি-টোয়েন্টি একাদশে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। 

 

বাংলাদেশের একাদশ: লিটন কুমার দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হজরতুল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান(অধিনায়ক), করিম জানাত, মুজিব উর রহমান, ফরিদ আহমদ মালিক, ফজল হক ফারুকী।

 

 

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে