Dr. Neem on Daraz
Victory Day

টি-টোয়েন্টি সিরিজের টিকিট মূল্য প্রকাশ


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুলাই ১২, ২০২৩, ১০:০০ এএম
টি-টোয়েন্টি সিরিজের টিকিট মূল্য প্রকাশ

ঢাকাঃ সফরকারী আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টাইগাররা আধিপত্য দেখিয়ে জয় নিলেও, তিন ম্যাচের ওয়ানডেতে ২-১ ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টিতে আফগানদের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। এই সিরিজকে সামনে রেখে সমর্থকদের জন্য টিকেট মূল্য প্রকাশ করেছে বিসিবি।

মঙ্গলবার (১১ জুলাই) এক বিবৃতির মাধ্যমে টিকেটের মূল্য প্রকাশ করে বিসিবি। আজ বুধবার (১২ জুলাই) থেকে লাক্কাতুরাস্থ সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম ও রিকাবিবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের টিকেট কাউন্টারে টিকেট পাওয়া যাবে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলবে টিকেট বিক্রি। ম্যাচের দিন এবং ম্যাচের দুদিন আগে নির্ধারিত কাউন্টারগুলোতে টিকেট পাওয়া যাবে।

সর্বনিম্ন ২০০ টাকায় ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রীণহিল এলাকায় বসে দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। এছাড়া ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ৩০০, ক্লাব হাউস ৫০০, গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১৫০০ টাকায় বসে ম্যাচ উপভোগ করা যাবে। 

১৪ জুলাই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। এরপর ১৬ জুলাই হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসাইন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম হোসাইন, আফিফ হোসাইন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসাইন চৌধুরী, শরীফুল ইসলাম ও রিশাদ হোসাইন।

আফগানিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড
রহমানউল্লাহ গুরবাজ, হজরত উল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, রশিদ খান (অধিনায়ক), মুজিব-উর রহমান, সাদিক আতাল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি, নাভেন উল হক, ওয়াফাদার মোহাম্মদ, ফরিদ আহমেদ মালিক ও নুর আহমদ।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে