ফাইল ছবি
ঢাকাঃ আগেই জানা গিয়েছিল এই মৌসুমে আর বরিশালে থাকছেন না সাকিব আল হাসান। ফ্রাঞ্চাইজিটির সাথে সম্পর্ক গুটিয়ে যোগ দেন রংপুর রাইডার্সে। তবে সাকিবকে হারিয়ে দমে যায়নি ফরচুন বরিশাল। সম্ভাব্য সেরা বিকল্প তামিম ইকবালকে দলভুক্ত করেছে তারা। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ।
শনিবার তামিমের সাথে এক বছরের চুক্তি করে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি। এর আগেও ফ্রাঞ্চাইজিটির হয়ে খেলেছিলেন তামিম, ২০২০ সালে দলটির প্রতিনিধিত্ব করেন তিনি। যদিও সেবার আসরটির নাম ছিল ভিন্ন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ’ নামে।
এদিকে আগামী বছর জানুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ। ধারণা করা হচ্ছে এবং বিসিবি থেকে বলা হচ্ছে সংসদ নির্বাচনের পরপরই বিপিএলের পরবর্তী আসর। সেপ্টেম্বরে হবে প্লেয়ার্স ড্রাফট।
তামিমের সঙ্গে চুক্তি করা নিয়ে চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘ধন্যবাদ তামিমকে, আমাদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য। আমরা আশা করি ২০২৪ সালের বিপিএলে ভালো একটা দল গঠন করতে পারবো। দল গঠনের নেতৃত্বে থাকবেন তামিম। আজকে তার সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে।’
বুইউ