Dr. Neem on Daraz
Victory Day

পরিবারের সঙ্গে মাগুরায় ঈদ উদযাপন সাকিবের


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ১২:৪৪ পিএম
পরিবারের সঙ্গে মাগুরায় ঈদ উদযাপন সাকিবের

ঢাকাঃ সারা দেশব্যাপী আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে দেশের আপামর মানুষ ছুটে যান নিজ শহর বা নিজ গ্রামে। বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। গতবারের মতো এবারও নিজ শহর মাগুরাতে ঈদ করছেন সাকিব আল হাসান।

এবারের ঈদে সাকিবের সঙ্গে ঈদ করতে মাগুরায় গেছেন তার স্ত্রী-সন্তানরাও। বৃহস্পতিবার সকালে নিজ শহরের ঈদগাহে ঈদের জামাতে নামাজ আদায় করেছেন সাকিব। এসময় বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে ছিলেন তার বাবা মাশরুর রেজা। নামাজ শেষে ঈদগাহ ত্যাগ করার সময় সাকিব মিটিয়েছেন ভক্তদের সেলফির আবদারও।

নামাজ আদায় ও মোনাজাত শেষে বিশ্ব সেরা ক্রিকেটার সাকিব আল হাসান সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। তিনি বলেন,  'দেশ ও দেশের বাইরে সমগ্র মুসলিম জাতির ঈদ সুন্দর কাটবে পরিবারের সাথে কাটবে আপনারা সব সময় বাংলাদেশ ক্রিকেটের সাথেই থাকবেন এবং বাংলাদেশ ক্রিকেটর জন্য দোয়া করবেন।'

পাশাপাশি বিশ্ব সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল বলেন,'আমার সন্তান সাবিক আল হাসান স্ব পরিবারের মাগুরায় এসেছে। আমরা সাবাই এক সাথে ঈদুল আজহার আনন্দ উপভোগ করব এবং সঙ্গে কোরবানি করব। আল্লাতালা আমাদের কোরবানিকে কুবুল করুন এই মহান দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করেন।' 

একই জামাতে মাগুরা -১ আসনের সংসদ্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মৌশিউদৌল্লা রেজা,পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল নামাজ আদায় করেন।

এদিকে নামাজ শেষে নিজ হাতে পশু কোরবানিও করেছেন সাকিব। জানা গেছে, দুটি গরুর সঙ্গে তিনটি ছাগল কোরবানি করেছেন তিনি।

ঈদ পালন শেষে আগামী ১ জুলাই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। সেখানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ জুলাই বাংলাদেশ দল মাঠে নামবে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে