ঢাকাঃ চলতি বছর ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর। আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই মেগা টুর্নামেন্ট। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচসহ ভারতের মোট ১০টি শহরে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। আর ক্রিকেট ভোক্তারা যে আগ্রহে অপেক্ষা করছিল অবশেষ সেই অপেক্ষা ফুরালো। আজ (২৭জুন) মঙ্গলবার সকালে মুম্বইয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হল বিশ্বকাপের সূচি।
দুপুর ১২টায় আইসিসির সিইও জিওফ অ্যালেরডাইস, বিসিসিআই সচি জয় শাহ, বীরেন্দের শেবাগ, মুথাইয়া মুরলিধরণ সূচি ঘোষণা করেন।
আর এরই সঙ্গে বেজে গেল বিশ্বকাপের দামামা। আজ থেকে ঠিক ১০০ দিন পর ভারতের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। ধর্মশালা, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই, কলকাতা, লখনউ, গুয়াহাটি, পুনে, হায়দরাবাদ- মোট ১০টি ভেনুতে ৪৮টি ম্যাচ খেলা হবে। পূর্ব নির্ধারিত অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচ খেলা হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
অপরদিকে ইডেন গার্ডেনে পাচ্ছে মোট পাঁচটি ম্যাচ। ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হচ্ছে কলকাতায়। বিশ্বকাপ শুরুর ম্যাচসহ ১৯ নভেম্বর ফাইনাল ম্যাচ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে।
৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হচ্ছে ২০১৯ সালের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড দ্বৈরথ দিয়ে। ভারত তাদের প্রথম ম্যাচ শুরু করবে এর ঠিক তিনদিন পর। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৩ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে তারা।
অন্যদিকে এ আসরে ১০ দল প্রত্যেকে একে অন্যের সঙ্গে লড়বে রাউন্ড রবিন ফরম্যাটে। শীর্ষ চারটি দল নিয়ে সেমিফাইনাল হবে ১৫ ও ১৬ নভেম্বর, ভেন্যু মুম্বাই ও কলকাতা।
তবে ভারতীয় দল সেমিতে উঠলে, বিরাট কোহলি-রোহিত শর্মাদের ক্রিকেটের নন্দন কাননে খেলতে দেখা যাবে না। বরং শেষ চারে উঠলে ব্লুজদের ২০১১ সালের বিশ্বকাপ জয়ের ভেন্যুতে খেলতে দেখা যাবে সেমিতে। আর ফাইনাল ১৯ নভেম্বর আহমেদাবাদে।
বুইউ