Dr. Neem on Daraz
Victory Day

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর আজ খেলবেন মেসি


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২৩, ১২:৪৯ পিএম
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর আজ খেলবেন মেসি

ফাইল ছবি

ঢাকাঃ পিএসজির অনুমতি না নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন আর্জেন্টাইন জায়ান্ট লিওনেল মেসি, সঙ্গে তার পরিবার। এ কারণে নাখোশ হয়েছিল প্যারিসের ক্লাবটি। ফলস্বরূপ শাস্তিও পেয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। তাকে নিষিদ্ধ করা হয়েছে ২ সপ্তাহ। ভুল বোঝাবুঝির কারণে ক্ষমা চেয়েছেন বিশ্বের এই সেরা খেলোয়াড়। এরপরই ক্লাবও নমনীয় হয়েছে। এবার ম্যাচেও ফিরবেন মেসি।

অনুমতি না নিয়ে সৌদি আরব যাওয়ায় মেসির সঙ্গে পিএসজির সম্পর্ক শেষ ই হতে চলেছিল। আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি আর নবায়ন করা হবে না- এমনটাই জানিয়েছিল প্যারসের ক্লাবটি। পিএসজি মেসির ওপর জারি করেছিল নিষেধাজ্ঞাও।

ক্লাবটি জানিয়েছিল, অনুমতি ছাড়া সৌদি আরবে যাওয়ায় লিওনেল মেসি ২ সপ্তাহ কোনো ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে এ সময়ে তিনি পাবেন না ক্লাব থেকে কোনো আর্থিক ও অন্যান্য সুবিধা।

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওবার্তা দিয়ে ক্ষমা চেয়েছেন মেসি।

আর্জেন্টাইন বলেন, "কী ঘটছে তা নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করতে চেয়েছিলাম। প্রথমত, আমার সতীর্থ এবং ক্লাবের কাছে ক্ষমা চাই। সত্যি বলতে, আমি ভেবেছিলাম আমাদের ম্যাচের পরের দিন ছুটির দিন থাকবে যেমনটি আগের সপ্তাহগুলোতে হয়েছিল। আমি সৌদি আরব সফরের আয়োজন করেছিলাম। এর আগেও একবার তারিখ নির্ধারণ করে আমি বাতিল করেছিলাম। এবার বাতিল করা সম্ভব ছিল না। আমি যা করেছি তার জন্য ক্ষমা চাই এবং ক্লাব যা সিদ্ধান্ত নেবে তার জন্য আমি অপেক্ষা করব, মেনে নেবো।"

গতকাল (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানিয়েছেন পিএসজি কোচ ক্রিস্টোফে গাল্টিয়ের। গতকালই জানিয়েছেন তিনি, আজ লিগ ওয়ানে অ্যাজাকসিওর বিপক্ষে মেসি খেলবেন।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে