Dr. Neem on Daraz
Victory Day

বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে বাফুফে ভবনে সিজার


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০, ০২:৪৯ পিএম
বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে বাফুফে ভবনে সিজার

ছবি : বাফুফে

ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সবার আগে বাংলাদেশে পা রেখেছেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলা গোলরক্ষক জুলিও সিজার। ফিফার শুভেচ্ছাদূত হিসেবে বুধবার (২২ জানুয়ারি) বিকালে ঢাকায় আসেন তিনি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন সিজার।

বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আসেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি গোলরক্ষক। বাফুফে কর্মকর্তারা সিজারকে ফুল দিয়ে বরণ করে নেন। 

বাফুফে ভবনের পাশে আর্টিফিশিয়াল টার্ফে নারী ফুটবলারদের অনুশীলন দেখার কথা রয়েছে সিজারের। এরপর বাফুফে ও ফুটবল সংগঠকদের সঙ্গে ফটোসেশনে অংশ নেবেন।

বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ উপভোগ করে রাতেই বাংলাদেশ ত্যাগ করবেন সিজার। মূলত বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রচারের উদ্দেশ্যেই সিজারকে আনা হয়েছে ঢাকায়।

জুলিও সিজার ব্রাজিলের হয়ে ২০০৬, ’১০ ও ’১৪ বিশ্বকাপ খেলেছেন। এছাড়া ২০০৯ ও ’১৩ সালে ব্রাজিলের কনফেডারেশন কাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন।

আগামী নিউজ/জেডআই/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে