Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশের তিন ক্রিকেটারকে ‘বিপজ্জনক’ বললেন রমিজ


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০, ০১:৪৬ পিএম
বাংলাদেশের তিন ক্রিকেটারকে ‘বিপজ্জনক’ বললেন রমিজ

ফাইল ছবি

ঢাকা : বাংলাদেশ দল ইতিমধ্যে পাকিস্তানে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন শেষে শুক্রবার (২৪ জানুয়ারি) মাহমুদউল্লাহরা খেলবেন তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। আগে সব ম্যাচ দিবারাত্রির হওয়ার কথা থাকলেও এখন সবই হবে দিনে। বাংলাদেশ সময় বেলা ৩টা থেকে শুরু হবে ম্যাচগুলো।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে দুদেশের আগ্রহ তুঙ্গে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা বাংলাদেশের তিনজন ক্রিকেটারকে বেছে নিয়েছেন যারা পাকিস্তানের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন। এই তিন ক্রিকেটার হলেন তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

ইউটিউব চ্যানেলে রমিজ বলেছেন, ‘মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও অধিনায়ক মাহমুদউল্লাহ পাকিস্তানের জন্য ভীষণ কঠিন হয়ে উঠতে পারেন। এ তিন ক্রিকেটারের ওপর আমাদের চোখ রাখতে হবে।’

মোস্তাফিজকে নিয়ে সাবেক এই পাকিস্তান অধিনায়ক বলেন, ‘মোস্তাফিজের মধ্যে একটা দারুণ এক ক্ষমতা  আছে। সে তরুণ এবং পরিশ্রমী। দুর্দান্ত ওয়ানডে পরিসংখ্যান। পেসেও ভালো বৈচিত্র্য আনতে পারে। গতির কারণে তার সিমের ডেলিভারিগুলোও বেশ ভালো। বাঁ হাতের অ্যাঙ্গেল (কোণের ব্যবহার) থেকেও বেশ সাহায্য পেয়ে থাকে। সে একটি পরিপূর্ণ প্যাকেজ-পরিপূর্ণ বোলার। তার ফর্ম বাংলাদেশের ভালো করার নিয়ামক হয়ে উঠতে পারে।’

তামিম ইকবালও পাকিস্তানের বিপদের কারণ হতে পারে। রমিজ বলেন, ‘তামিম একজন অভিজাত বাঁহাতি ব্যাটসম্যান। সে অভিজ্ঞ এবং স্পিন খুব ভালো খেলে। আক্রমণের সময় দেখতে দুর্দান্ত লাগে। টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো শুরু খুব গুরুত্বপূর্ণ। সে সাধারণত দলকে ভালো শুরু এনে দেয়। একবার সেট হয়ে গেলে পাকিস্তানের জন্য সে অনেক সমস্যা তৈরি করবে।’

ভারতের পর পাকিস্তানেও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ককে নিয়ে সাবেক পাকিস্তানি ক্রিকেটারের ভাষ্য, ‘মাহমুদউল্লাহর ফর্ম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অধিনায়কত্ব ছাড়াও নিচের দিকে তার ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। নেতৃত্বের কারণে অনেক সময় ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হয়। আমার মনে হয় মাহমুদউল্লাহর কাছ থেকে এমন কিছু দেখা যেতে পারে।’

পাকিস্তানের সম্ভাব্য সেরা তিন পারফরমারকেও বেছে নিয়েছেন রমিজ। তারা হলেন অধিনায়ক বাবর আজম ও দুই পেসার হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

আগামীনিউজ/আরবি/জেডআই/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে