Dr. Neem on Daraz
Victory Day

ঢাকায় পৌঁছেছে আর্জেন্টিনা


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ১০, ২০২৩, ১০:২৫ এএম
ঢাকায় পৌঁছেছে আর্জেন্টিনা

ঢাকাঃ বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা আর্জেন্টিনা ফুটবল দলের। মেসিরা ২০১১ সালে একবার বাংলাদেশে এসেছিলেন আবার তাদের আসা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে আজ ঢাকায় পা রেখেছে আর্জেন্টিনা কাবাডি দল। 

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ২০২৩ টুর্নামেন্টে অংশ নিতে আর্জেন্টিনা দল আজ সকালে ঢাকা পৌঁছেছে। অন অ্যারাইভাল ভিসা প্রক্রিয়া শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ল্যাটিন আমেরিকার দেশটি পল্টনস্থ হোটেলের উদ্দেশ্যে রওনা হবে। 

ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে আগামী ২১ মার্চ পর্যন্ত চলবে দেশের সবচেয়ে বড় এই আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা। এদিকে ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে ৮টি করে দেশ অংশ নিলেও এবার আসরের পরিধি বেড়েছে।

এই বছর অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়ে হয়েছে ১২টি। আর্জেন্টিনা ও স্বাগতিক বাংলাদেশ ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, ইরাক, কেনিয়া, ইংল্যান্ড ও পোল্যান্ড। এবারই প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা।

আগামী ১২ মার্চ (রোববার) ম্যানেজার্স মিটিংয়ে আসরের গ্রুপিং, ফিকশ্চার ও ফরম্যাট চূড়ান্ত হবে বলে জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। এর আগে বাংলাদেশের হাতে উঠেছিল প্রথম দুই আসরের শিরোপা।

বঙ্গবন্ধু কাপ কাবাডির গত আসরেই আর্জেন্টিনার আসার কথা ছিল। কিছু সমস্যার কারণে গত আসরে না আসলেও এবার এসেছে বিশ্ব ফুটবলের চ্যাম্পিয়ন দেশটি। আজ কয়েক ঘন্টা পর চাইনিজ তাইপে পৌছানোর কথা। টুর্নামেন্টে অংশ নেয়া বিদেশি ১১ দলের মধ্যে আগামীকাল ৮ দল ও ১৪ মার্চ ইংল্যান্ডের আসার কথা। 

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে