ছবি সংগৃহীত
ঢাকা : ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার কাকাকে চেনেন না এমন ফুটবলপ্রেমী খুঁজে পাওয়া কঠিন। যিনি আন্তর্জাতিক এবং পেশাদার ফুটবল থেকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। এরই মধ্যে সন্ধান মিলেছে নতুন কাকার। তিনিও ব্রাজিলিয়ান। নাম রেইনিয়ের জেসুস।
ব্রাজিলের এই নতুন সেনসেশনকে দলে ভেড়াতে চেষ্টা করেছিল দুই জায়ান্ট, ইংলিশ ম্যানচেস্টার সিটি ও স্প্যানিশ বার্সেলোনাও। কিন্তু ছক্কা হাঁকিয়ে তাদের বাউন্ডারির বাইরে পাঠিয়ে ‘নতুন কাকা’কে ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। ফ্ল্যামেঙ্গো থেকে রেইনিয়ের জেসুসকে দলে ভেড়াতে ৩০ মিলিয়ন খরচ করল রিয়াল।
১৮ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে বার্নাব্যুর রাজাদের চুক্তি সম্পন্ন হওয়ার খবর দিয়েছে ইএসপিএন এফসি। রেইনিয়েরের সঙ্গে রিয়ালের চুক্তি হলো ছয় বছরের জন্য। যদিও এখনই তাকে সাদা জার্সিতে নামিয়ে দেয়া হবে। ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে আছেন রেইনিয়ের। টোকিও অলিম্পিকের প্রস্তুতি ক্যাম্প করছেন সেলেসাওদের হয়ে। তাকে এনে মৌসুমের বাকি সময় রিয়ালের ‘বি’ দল কাস্তিয়ায় খেলানো হবে বলে খবর।
গত মৌসুমে ফ্ল্যামেঙ্গোর হয়ে ব্রাজিলিয়ান লিগ জয়ের অন্যতম কারিগর ছিলেন রেইনিয়ের। করেছিলেন ছয় গোল। অভিষেক মৌসুমেই জেতেন কোপা লিবার্তোদোরেস। এমন নৈপুণ্যের পরও অবশ্য তাকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে লিভারপুলের বিপক্ষে মাঠে নামাননি কোচ।
২০১৮ সালে আরেক ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিয়াস জুনিয়রকে ৪৫ মিলিয়নে ফ্ল্যামেঙ্গো থেকেই বার্নাব্যুতে এনেছে রিয়াল মাদ্রিদ। গত বছর হলুদ জার্সির আরেক উদীয়মান সান্তোসের রদ্রিগোর জন্য সমান অর্থ খরচ করে মাদ্রিদিস্তারা।
কাকার সঙ্গে আরো এক ফুটবলারকে আদর্শ মেনে বড় হয়েছেন রেইনিয়ের। তিনি জিনেদিন জিদান। ব্রাজিলের হয়ে ফুটসালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া বাবার কাছে জিদানের ভিডিও দেখেছেন রেইনিয়ের। এবার জিদানকেই কোচ হিসেবে পাবেন তিনি। তবে সহসাই সম্ভবত নয়, সংবাদমাধ্যম জানিয়েছে- রিয়ালে রেইনিয়েরের শুরুটা হতে পারে ‘বি’ দলে। তবে জিদানের প্রতি শ্রদ্ধাটা বুঝিয়ে দিয়েছেন রেইনিয়ের, ‘বাবার কাছে তার (জিদান) ভিডিও দেখেছি। সবসময় তাকে নকল করার চেষ্টা করেছি। তিনি যেমন ছিলেন তার ১ শতাংশ পেলেও সন্তুষ্ট থাকব।’
আগামী নিউজ/জেডআই/এনএনআর