Dr. Neem on Daraz
Victory Day

গ্রুপ পর্ব থেকে ছিটকে নেইমারের আবেগঘন বার্তা


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২, ১১:০৭ এএম
গ্রুপ পর্ব থেকে ছিটকে নেইমারের আবেগঘন বার্তা

ঢাকাঃ তার প্রতিভার অর্ধেক ঝলকই যেন চাপা পড়ে রইলো চোটে। নেইমার বিশ্বসেরাদের একজন, এককভাবেও হতে পারতেন না কি? চোট তাকে কখনই সেই সুযোগটা দেয়নি ক্যারিয়ারে।

আরও একবার নেইমারকে ঘিরে আবর্তিত হচ্ছিল ব্রাজিলের ‘হেক্সা-স্বপ্ন’। সেই নেইমারই চোটে পড়ে গেলেন বিশ্বকাপের এক ম্যাচ পরই। অ্যাঙ্কেলের চোটে গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না। হয়তো শেষ হয়ে যেতে পারে বিশ্বকাপটাই।

ব্রাজিলিয়ান সুপারস্টার সেটা জানেন। সার্বিয়ার বিপক্ষে চোট পাওয়ার পর তাই বোধ হয় সাইডবেঞ্চে বসে নীরবে চোখের জল মুছছিলেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিলেন এক আবেগী বার্তা। যার পুরোটা জুড়ে রইলো একরাশ হতাশা আর না পাওয়ার কষ্ট।

সেখানে তারকা এই ফুটবলার জানান ব্রাজিলের জার্সি গায়ে গর্ব এবং ভালোবাসা অনুভব করেন। নেইমার বলেন, 'ব্রাজিলের জার্সি গায়ে দিতে আমি যে পরিমাণ গর্ব ও ভালোবাসা অনুভব করি তা বলে বোঝানো যাবে না। যদি ঈশ্বর আমাকে কোনো দেশে জন্মানোর সুযোগ দিতেন, সেটা ব্রাজিলই হতো।'

নেইমার আরো বলেন, 'আমার জীবনে কিছুই এমনিতে বা সহজে হয়নি। আমাকে সবসময় লক্ষ্য ও স্বপ্নের পেছনে ছুটতে হয়েছে। কখনও কারো ক্ষতি না করে সাহায্য করতে চেয়েছি।'

ইনজুরি থাকলেও আবার ফিরে আসার কথা বলে নেইমার বললেন, 'আজ ক্যারিয়ারের অন্যতম কঠিন এক মুহূর্তে এসে দাঁড়িয়েছি, আবারও একটা বিশ্বকাপে। হ্যাঁ, আমার ইনজুরি আছে এটা বিরক্তিকর, জানি, এটা কষ্টও দেবে। কিন্তু আমি নিশ্চিত ফিরে আসার সুযোগ আছে। কারণ দেশকে সাহায্য করতে সেরা চেষ্টা করবো। আমার আস্থা অনিঃশ্বেষ।'

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে