Dr. Neem on Daraz
Victory Day

তাণ্ডব চালিয়েও হ্যারিকেনসকে জেতাতে পারলেন না মিলার


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২০, ০৬:৩৩ পিএম
তাণ্ডব চালিয়েও হ্যারিকেনসকে জেতাতে পারলেন না মিলার

ঢাকা: ইটের জবাবে পাটকেল ছুঁরে মারলেন কিলার মিলার। তবুও তার দল হোবার্ট হ্যারিকেনস জিততে পারল না।

রবিবার (১৯ জানুয়ারি) প্রথমে ব্যাট করে অ্যাডিলেড স্টাইকার্স তুলেছিল ৫ উইকেটে ১৮৬ রান। ডেভিড মিলারের সৌজন্যে জয়ের খুব কাছে গিয়ে ১০ রানে হেরে গিয়েছে হ্যারিকেনস। ৬ উইকেটে ১৭৬ রান তুলে তাদের থামতে হয়েছে।

এদিন টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন হ্যারিকেনস অধিনায়ক ম্যাথু ওয়েড। আগে ব্যাট করতে নামা অ্যাডিলেড স্টাইকার্সের ইনিংস ছিল ট্রেভিস হেডময়।

তিনি ৪০ বলে ৭৯ রানের ইনিংস খেলেন। এর মধ্যে ছক্কাই হাঁকিয়েছেন ছয়টি, চার পাঁচটি। হেডকে সঙ্গ দেয়া জোনাথন ওয়েলসের রান ৩৫ বলে অপরাজিত ৪৫। এছাড়া ম্যাথু শর্ট খেলেন ২০ বলে ৩৩ রানের ইনিংস। ২৬ রানে ২ উইকেট পেয়েছেন বোল্যান্ড।

রান তাড়া করতে গিয়ে তাণ্ডব চালিয়েছেন ডেভিড মিলার। তবুও শেষ রক্ষা হয়নি। ৪৮ বলে ৯০ রানের ইনিংস খেলেও মিলার হ্যারিকেনসকে জেতাতে পারেননি। তিনি নিজের ইনিংসটি সাজিয়েছিলেন আট চার ও পাঁচ ছক্কার সাহায্যে। ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন অ্যাস্টন আগার। ম্যাচসেরা হয়েছেন ট্রেভিস হেড।

এই জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে গেল অ্যাডিলেড স্টাইকার্স। ১১ ম্যাচ থেকে তাদের অর্জন ১৩ পয়েন্ট। শীর্ষে থাকা মেলবোর্ন স্টারসের পয়েন্ট ১১ ম্যাচে ২০। সিডনি সিক্সার্স রয়েছে তিন নম্বরে। তাদের পয়েন্ট ১১ ম্যাচে ১৩।

আগামীনিউজ/বিআর/এনএ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে