Dr. Neem on Daraz
Victory Day

গ্যালারি ভরতে টিকিটের দাম কমাল পাকিস্তান


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০, ০২:৪২ পিএম
গ্যালারি ভরতে টিকিটের দাম কমাল পাকিস্তান

ছবি সংগৃহীত

ঢাকা : পাকিস্তানের মাটিতে আস্তে আস্তে ফিরতে যাচ্ছে আন্তজার্তিক ক্রিকেট। শ্রীলঙ্কার পর এবার পুর্ণাঙ্গ সফরে যাচ্ছে বাংলাদেশ। তিন ধাপের সফরের প্রথম দফায় হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। 

কিন্তু টিকেটের উচ্চ মূল্যর কারণে সাম্প্রতিক সময়ে মাঠে আসছে না পাকিস্তানি দর্শক। তাই স্টেডিয়ামের গ্যালারি ভরতে টিকিটের মূল্য হ্রাস করেছে পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টিকিটের যে মূল্য ছিল, বাংলাদেশের বিপক্ষে সেটি কমিয়ে দেয়া হচ্ছে। মাঠে দর্শক টানতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পিসিবির মুখপাত্র বলেন, জাভেদ মিয়াঁদাদ ও সাঈদ আনোয়ার স্ট্যান্ডের টিকিটের মূল্য দেড় হাজার পাকিস্তানি রুপি থেকে এক হাজার করা হয়েছে। ইমরান খান ও ফজল মাহমুদ স্ট্যান্ডের টিকিটের মূল্য তিন হাজার থেকে দুই হাজার নির্ধারণ করা হয়েছে। ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস স্ট্যান্ডের টিকিটের মূল্য পাঁচ হাজার থেকে চার হাজার রুপিতে নামিয়ে আনা হয়েছে।

তিনি আরও বলেন, তবে ইনজামাম-উল হক, নাজার, কায়েদ, ইমতিয়াজ আহমেদ, জহির আব্বাস, হানিফ মোহাম্মদ, মজিদ খান, আবদুল কাদির, সাইদ আহমেদ এবং সরফরাজ নওয়াজ স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ রুপি অপরিবর্তিত রয়েছে। শনিবার থেকে টিকিট বিক্রি শুরু।

আগামী নিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে