Dr. Neem on Daraz
Victory Day

মেসি-এমবাপের গোলে শীর্ষে ফিরল পিএসজি


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ১১:২৫ এএম
মেসি-এমবাপের গোলে শীর্ষে ফিরল পিএসজি

ঢাকাঃ শেষ কিছু দিনে দারুণ ফর্মেই আছেন লিওনেল মেসি। গোল করছেন, করাচ্ছেন; ফ্রি কিকে খরা চলছিল তার, আর্জেন্টিনার সবশেষ ম্যাচে কেটে গেছে সেটাও। এবার পিএসজির জার্সি গায়ে ফ্রি কিকে গোলের খরাটাও কাটালেন জাদুকরী এক গোলে। এরপর কিলিয়ান এমবাপের গোলে পিএসজি ২-১ ব্যবধানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিল পিএসজি, উঠে এসেছে লিগের শীর্ষেও।

টেবিলের নিচের দিকের দল নিসের বিপক্ষে ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে শুরু থেকে খেলাননি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। লিওনেল মেসি আর নেইমারের সঙ্গে আক্রমণভাগে শুরু করেছিলেন হুগো একিতিকে। তবে শুরুতে এমবাপের অভাবটা বুঝতে দেননি মেসি। ২৮ মিনিটে ফ্রি কিকে গোল করে এগিয়ে দিয়েছিলেন দলকে। বক্সের একটু বাইরে ফাউলের শিকার হন তিনি, তাকে ফাউল করেন নিসের অধিনায়ক দান্তে। সেখান থেকে দারুণ এক ফ্রি কিকে পিএসজিকে এগিয়ে দেন তিনি। 

মেসি জোড়া গোলের সুযোগও পেয়ে গিয়েছিলেন বিরতির একটু আগে। তার দারুণ এক শট ক্যাসপার স্মেইকেলের আঙুল ছুঁয়ে বেরিয়ে যায় ক্রসবারের একটু ওপর দিয়ে। 

বিরতির পর অবশ্য নিসে ম্যাচে ফেরে, গায়েতান লাবোর্দের গোলে। এরপরই কোচ গালতিয়ের এমবাপেকে আনেন মাঠে। সেই এমবাপেই শেষমেশ গোলের দেখা পাইয়ে দেন পিএসজিকে। নর্ডি মুইকেলের ক্রসে ৮৩ মিনিটে গোলটি করেন তিনি। তাতেই ২-১ গোলে পিএসজি হারায় নিসে। এই গোলের ফলে পিএসজি ৯ ম্যাচে ৮ জয় ১ ড্র নিয়ে উঠে এসেছে লিগের শীর্ষে। এমবাপেও ৮ গোল নিয়ে উঠে এসেছেন লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার চূড়ায়।

চলতি মৌসুমে পিএসজির আক্রমণভাগের তিন তারকা রয়েছেন দুর্বার ছন্দে। নেইমার করেছেন ৮ গোল। এই ম্যাচে নিশানা ভেদ করে তাকে ছুঁয়ে ফেলেছেন এমবাপে। দুজনই আছেন লিগের গোলদাতাদের তালিকার চূড়ায়। গত মৌসুমে গোলমুখে ভোগা মেসির নামের পাশে রয়েছে ৫ গোল।

৯ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ২৫। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মার্সেই। ৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে নিস।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে