ঢাকা : যুবাদের বিশ্বকাপকে বলা হয় ক্রিকেটার উঠে আসার কারখানা। এই বিশ্বকাপ থেকে উঠে এসে পরবর্তী সময়ে ক্রিকেটে রাজত্ব করেছে এমন অসংখ্য নজির রয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে উদ্বোধন হলো যুব বিশ্বকাপের ১৩তম আসরের। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
উদ্বোধনের দিন একটি ম্যাচই হবে। অন্য দিনগুলোয় একই সময়ে দুটি করে ম্যাচ শুরু হবে। যুব বিশ্বকাপের পর্দা নামবে ৯ ফেব্রুয়ারি। এর মাঝে হবে ৪৮টি ম্যাচ। চার গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ১৬টি দল।
শনিবার (১৮ জানুয়ারি) জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। গ্রুপ পর্বে আকবর-হৃদয়দের পরের দুটি ম্যাচ যথাক্রমে ২১ ও ২৪ জানুয়ারি।
‘এ’ গ্রুপে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও জাপান। গ্রুপ ‘বি’তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নাইজেরিয়া। ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপের অন্য দলগুলো জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও পাকিস্তান। ‘ডি’ গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা ও আরব আমিরাত। গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ ২১ জানুয়ারি স্কটল্যান্ড ও ২৪ জানুয়ারি পাকিস্তানের যুব দলের বিপক্ষে লড়বে। গ্রুপ পর্বে বাংলাদেশের কোনো ম্যাচই টিভিতে
সম্প্রচার হবে না।প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই মানে মোট আট দলকে নিয়ে শুরু হবে সুপার লিগ। যা হবে বিশ্বকাপের স্বাভাবিক ফরম্যাটে। প্রথমে আট দল নিয়ে কোয়ার্টার ফাইনাল, এরপর জয়ী চার দল যাবে সেমিফাইনালে। সেখান থেকে জয়ী দুই দল ৯ ফেব্রুয়ারি লড়বে শিরোপার জন্য।
আগামীনিউজ/আরবি/ হাসি/এনএনআর