Dr. Neem on Daraz
Victory Day

মেসিদের দায়িত্ব বুঝে নিলেন সেতিয়েন


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ০২:২০ পিএম
মেসিদের দায়িত্ব বুঝে নিলেন সেতিয়েন

ছবি- সংগৃহীত

ঢাকা : অনেক আগেই লিওনেল মেসির পায়ের জাদুতে মুগ্ধ ছিলেন কিকে সেতিয়েন। ভাগ্যের খেলায় সেই মেসিদের কোচ হয়েছেন তিনি। বুধবার বার্সেলোনার দায়িত্ব বুঝে নিলেন রিয়াল বেতিসের সাবেক এই কোচ।  

সেতিয়েন ১৯৮৫-৮৬ সালে স্পেন জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন। খেলোয়াড়ি জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন তিন শহরের দল রেসিং সান্তানদারে। আতলেতিকো মাদ্রিদেও খেলেছেন চার বছর।

২০০১ সালে শহরের দল সান্তানদারের হয়েই কোচিং ক্যারিয়ার শুরু করেন। সর্বশেষ ছিলেন রিয়েল বেতিসের কোচ। সেখান থেকে গত পরশু যোগ দেন বার্সেলোনায়। বার্সার মতো বড় ক্লাবের সংস্কৃতি ও প্রত্যাশার চাপের সঙ্গে তিনি কতটা মানিয়ে নিতে পারেন- সেটাই এখন সবচেয়ে বড় বিষয়।

বার্সা আইকন ইয়োহান ক্রুইফের ফুটবল দর্শনের অনেক বড় ভক্ত সেতিয়েন। ক্রুইফের ভক্ত বলেই তার ওপর ভরসা রাখছেন বার্সা কর্তারা। 

এ প্রসঙ্গে সেতিয়েন বলেন, ‘ক্রুইফ যখন বার্সেলোনায় কোচ হিসেবে এলেন, আমি লক্ষ্য করলাম তাদের বিপক্ষে যারাই খেলছে, কেউ বল পাচ্ছে না। বার্সা খেলোয়াড়দের বলের দখল এতটাই বেশি ছিল। আমি সেটা দেখে ভাবলাম, আমি তো এটাই চাই! খেলোয়াড় হিসেবেও আমি বল নিয়ে খেলতে চেয়েছি, কোচ হিসেবেও সেটাই চাই।’

আগামী নিউজ/জেডআই/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে