Dr. Neem on Daraz
Victory Day

পাকিস্তান সফরে রাজি হওয়া পরাজয় নয় : পাপন


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ০১:৪০ পিএম
পাকিস্তান সফরে রাজি হওয়া পরাজয় নয় : পাপন

ফাইল ছবি

ঢাকা : অবশেষে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের মধ্যস্থতায় পাকিস্তান সফরে রাজি হয়েছে বাংলাদেশ। তবে তিন ধাপে এই সফর নিয়ে প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে শুরু হয়েছে নানা সমালোচনা। দেশে ফিরেই জবাব দিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘আমরা আমাদের আগের অবস্থানেই আছি। কেন সমালোচনা হচ্ছে, সেটা যারা সমালোচনা করেছেন তারাই ভালো বলতে পারবেন। বাড়তি ওয়ানডে খেলা নিয়ে সমালোচনা হওয়ার কারণ দেখি না। ক্ষতি পুষিয়ে নিতেই বাড়তি একটা ওয়ানডে যোগ করেছে পিসিবি।’

বিসিবিপ্রধান আরো বলেন, ‘পাকিস্তানের সফর নিয়ে রাজি হওয়া কোনো কূটনৈতিক পরাজয় নয়, আমাদের সুবিদামতো সূচি করেছে পিসিবি।’

আইসিসির সভায় পাকিস্তান সফর ছাড়াও আসন্ন এশিয়া কাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সভায় বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান পাপন।

আগামী নিউজ/জেডআই/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে