ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার (১৫ জানুয়ারি) মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তজার্তিক ফুটবল টুর্নামেন্ট। ছয় জাতির এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।
বঙ্গবন্ধু গোল্ড কাপের ষষ্ঠ আসরে অংশ নিতে সোমবার ঢাকায় পৌঁছেছে ফিলিস্তিন ও মরিশাস ফুটবল দল। মঙ্গলবার বাংলাদেশে আসছে শ্রীলংকা ও বুরুন্ডি। বৃহস্পতিবার শেষ দল হিসেবে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে পুর্ব আফ্রিকান দেশ সিশেলের।
বঙ্গবন্ধু গোল্ডকাপের সূচি :
তারিখ ম্যাচ প্রতিপক্ষ প্রতিপক্ষ সময়
১৫ জানুয়ারি গ্রুপ এ বাংলাদেশ ফিলিস্তিন বিকেল পাঁচটা
১৬ জানুয়ারি গ্রুপ বি মরিশাস বুরুন্দি বিকেল পাঁচটা
১৭ জানুয়ারি গ্রুপ এ ফিলিস্তিন শ্রীলঙ্কা বিকেল পাঁচটা
১৮ জানুয়ারি গ্রুপ বি বুরুন্দি সেশেলস বিকেল পাঁচটা
১৯ জানুয়ারি গ্রুপ এ বাংলাদেশ শ্রীলঙ্কা বিকেল পাঁচটা
২০ জানুয়ারি গ্রুপ বি সেশেলস মরিশাস বিকেল পাঁচটা
সেমিফাইনাল
২২ জানুয়ারি প্রথম সেমিফাইনাল গ্রুপ এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ বি রানার্স-আপ বিকেল পাঁচটা
২৩ জানুয়ারি দ্বিতীয় সেমিফাইনাল গ্রুপ বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ এ রানার্স-আপ বিকেল পাঁচটা
ফাইনাল
২৫ জানুয়ারি ফাইনাল প্রথম সেমিফাইনালের বিজয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী বিকেল পাঁচটা
আগামী নিউজ/জেডআই