Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বকাপের প্রস্তুতি নিতে ভারত যাচ্ছেন জাহানারা-সালমারা


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ০৮:৫৫ এএম
বিশ্বকাপের প্রস্তুতি নিতে ভারত যাচ্ছেন জাহানারা-সালমারা

ঢাকা: এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। তার জন্য প্রস্তুতি নিতে ভারত যাচ্ছেন সালমা খাতুনরা। চার দল নিয়ে বিহারের পাটনায় হবে একটি টুর্নামেন্ট। সেখানে অংশ নেবে বাংলাদেশের মেয়েরাও। বাকি দলগুলো হলো ভারত ‘এ’, ভারত ‘বি’ ও থাইল্যান্ড জাতীয় দল। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হবে চার দলের এই টুর্নামেন্ট। প্রথম দিনেই বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত ‘এ’ দল। শনিবার বাংলাদেশ খেলবে ভারত ‘বি’ দলের বিপক্ষে, সোমবার প্রতিপক্ষ থাইল্যান্ড। ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ২২ জানুয়ারি। 

বিশ্বকাপের জন্য প্রস্তুতি তাই ১৮ জনের দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ। চোটের কারণে এই দলে নেই রুমানা আহমেদ। অস্ট্রেলিয়ায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ২১ ফেব্রুয়ারি। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ দল: সালমা খাতুন (অধিনায়ক), আয়েশা রহমান, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, ফারজানা হক, লতা মণ্ডল, রিতু মনি, শায়লা শারমিন, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, রাবেয়া, সোবহানা মোস্তারি।

আগামী নিউজ/বিআর/এমআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে