Dr. Neem on Daraz
Victory Day

ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে শুরু বাংলাদেশের


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মে ৭, ২০২২, ১২:০৬ পিএম
ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে শুরু বাংলাদেশের

ঢাকাঃ থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান গেমস হকি বাছাইয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। জিমি-সারওয়াররা দারুণ দাপটে ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়েছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১০ মে।

ম্যাচের প্রথম কোয়ার্টারেই লীড পেয়ে যায় বাংলাদেশ। ম্যাচের দশম মিনিটে সারওয়ার হোসেন পেনাল্টি কর্নার থেকে এই টুর্নামেন্টে বাংলাদেশের গোলযাত্রা শুরু করেন। ২৪ মিনিটে ফিল্ড গোল করে পুষ্কর ক্ষিসা মিমো ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলের লীড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

খেলা হয়েছে ১৫ মিনিট করে চার কোয়ার্টারে। বাংলাদেশের প্রথম গোল আসে প্রথম কোয়ার্টারে, ম্যাচ ঘড়ির ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে। সারোয়ার হোসেন লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন।

২৪ মিনিটে পুষ্কর খীসা মিমো ব্যবধান দ্বিগুণ করেন। ফিল্ড গোল করেন এই ফরোয়ার্ড। তৃতীয় কোয়ার্টারে দুই দল সমানে সমান। ৪০ মিনিটে ইন্দোনেশিয়া ব্যবধান কমায়। পেনাল্টি কর্নারের প্রচেষ্টা শুরুতে গোলকিপার নিপ্পন প্রতিহত করলেও ফিরতি বলে আর জাল অক্ষত রাখতে পারেননি। সান্দ্রিয়া আন্দ্রি দারুণ হিটে গোল করে বাংলাদেশকে হতবাক করে দেন।

কিন্তু পরের মিনিটে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। ফজলে রাব্বি ফিল্ড গোল করে লাল-সবুজ দলকে এগিয়ে নেন।

চতুর্থ কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি। শেষপযন্ত ৩-১ স্কোরলাইন রেখে টার্ফ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

‘বি’ গ্রুপে আগামী ১০ মে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

দারুণ খেলে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক রেজাউল করিম বাবু।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে