Dr. Neem on Daraz
Victory Day

পাঞ্জাবকে সহজেই হারিয়ে তিনে লখনৌ


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২, ০৯:০২ এএম
পাঞ্জাবকে সহজেই হারিয়ে তিনে লখনৌ

ঢাকাঃ লখনউকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি পাঞ্জাব কিংস। লখনউয়ের দুর্দান্ত বোলিং ম্যাচ থেকে ছিটকে দিয়েছে তাদের। তাতে আইপিএলে ২০ রানের জয়ে নিজেদের প্লে-অফ পজিশন আরও সুসংহত করেছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে তৃতীয় স্থানে।

১৫৪ রানের লক্ষ্যে নিজেদের শুরুটা দারুণ করেছিল পাঞ্জাব। পাওয়ার প্লেতে ১ উইকেটে তুলে ফেলে ৪৬ রান। ফলে শেষ ১৪ ওভারে দরকার পরে ১০৮। হাতে ৯ উইকেট থাকায় এমন অবস্থান অবশ্যই সুবিধা দিচ্ছিল তাদের। কিন্তু সপ্তম ওভারে শিখর ধাওয়ানকে রবি বিষ্ণয় ফেরাতেই দিশা হারায় পাঞ্জাবের ব্যাটিং। মূলত ক্রুনাল পান্ডিয়ার ১১ রানে দুই উইকেট শিকারই আস্কিং রেটের চাপে ফেলে দেয় পাঞ্জাবকে। তখন ঝুঁকি নিয়ে শট খেলতে গিয়ে বিপদ ডেকে আনে তারা। অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালের ২৫ রানের পর জনি বেয়ারস্টোর ২৮ বলে ৩২, লিভিংস্টোনের ১৬ বলে ১৮ ও রিশি ধাওয়ান ২১ রান করলেও হিটিং দক্ষতার নিরিখে তা আশা করার মতো ছিল না। ফলে ৮ উইকেটে ১৩৩ রানে থেমেছে পাঞ্জাব কিংস।

ক্রুনাল পান্ডিয়ার কার্যকরী বোলিং ছাড়াও মোহসিন খানের ২৪ রানে ৩ উইকেট শিকার অবদান রেখেছে জয়ে। ১৭ রানে দুটি নিযেছেন দুশমন্থ চামিরা। ম্যাচসেরা হয়েছেন ক্রুনাল পান্ডিয়া।

শুরুতে টস হেরে ব্যাটিং করেছে লখনউ। কিন্তু বেশি বড় হয়নি তাদের স্কোর। কুইন্টন ডি ককের ৩৭ বলে ৪৬, দীপক হুদার ২৮ বলে ৩৪ রানে ভর করে ৮ উইকেটে ১৫৩ রান করে তারা। শেষ দিকে অবশ্য চামিরার ১০ বলে ১৭, মোহসিনের ৬ বলে ১৩ রান স্কোরবোর্ড সমৃদ্ধ করতে অবদান রেখেছে। এদিন অধিনায়ক রাহুল বড় অবদান রাখতে পারেননি। তৃতীয় ওভারেই ৬ রান করে ফিরেছেন।

কাগিসো রাবাদা ৩৮ রানে ৪ উইকেট নিলেও পাঞ্জাব শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারেনি। ৯ ম্যাচে যা ছিল তাদের পঞ্চম হার।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে