Dr. Neem on Daraz
Victory Day

ম্যারাডোনার মৃত্যু নিয়ে রহস্য, তলব করা হল চিকিৎসা কর্মীদের


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২, ০৯:৩৬ এএম
ম্যারাডোনার মৃত্যু নিয়ে রহস্য, তলব করা হল চিকিৎসা কর্মীদের

ঢাকাঃ আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বুয়েনস আইরেসের প্রসিকিউটররা বলেছেন যে তার চিকিৎসা করা মেডিকেল কর্মীদের অবহেলাজনিত কারণেই মৃত্যু হয়েছে ম্যারডোনার। কিংবদন্তি ফুটবলারের চিকিৎসার দায়িত্বে থাকা আটজন চিকিৎসককে আদালতে ডাকা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠিন শাস্তির মুখে পড়বে তারা।

ম্যারাডোনার পারিবারিক চিকিৎসক লিয়োপোল্ড লিউক এবং মনোবিদ অগাস্টিনা কোসাচভের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ  আনা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আট থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

প্রসিকিউটরদের মতে মেডিক্যাল টিম "একটি নজিরবিহীন, সম্পূর্ণ ঘাটতি এবং বেপরোয়া হাসপাতালে ভর্তির নায়ক" ছিল। তাদের গাফিলতির জন্যই এই কিংবদন্তির মৃত্যু হয়েছে।

ম্যারাডোনা ২০২০ সালে ৫০ বছর বয়সে মারা যায়। তার মৃত্যুতে শোক নেমে আসে ফুটবল বিশ্বে। আর্জেন্টিনা থেকে শুরু করে ইটালির নাপোলিবাসিরা হয়েছেন শোকাহত, ব্যথিত। তাদের প্রিয় তারকা মাত্র ৫০ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে না ফেরার দেশে।

ম্যারাডোনাকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। ১৯৮৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে জয়ী করা এই তারকার এমন অকালে চলে যাওয়া কাঁদিয়েছে তার ভক্তদের। মেডিক্যাল টিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ক্ষোভে ফেটে পড়তে পারে ম্যারাডোনার সমর্থকরা। আদালতে কি প্রমাণিত হয় তার দিকে তাকিয়ে আছে ভক্তরা। 

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে