Dr. Neem on Daraz
Victory Day

উড়তে থাকা বার্সার হতাশার ড্র


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ১০:০৬ এএম
উড়তে থাকা বার্সার হতাশার ড্র

ঢাকাঃ মৌসুমের শুরুর দিকের হতাশা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। টানা চার ম্যাচ জিতে পুরোনো ছন্দ ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছিলেন দলের নতুন কোচ জাভি হার্নান্দেজও। কিন্তু এর মাঝেই ফের হোঁচট খেলো কাতালান ক্লাবটি।

বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইয়ের বিপক্ষে জিততে পারেনি বার্সেলোনা। নিজেদের ঘরের মাঠের ম্যাচটি গোলশূন্য ড্র করেছে তারা।

সব প্রতিযোগীতা মিলিয়ে গত চার ম্যাচ টানা জয়ের পর আত্মবিশ্বাসী হয়েই মাঠে নেমেছিল কাতালানরা।

তবে গালাতাসারাইয়ের গোলপোস্ট খুঁজে পাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছিল ক্লাবটির জন্য। ২৬তম মিনিটে বক্সের একটু বাইরে পেদ্রি ফাউলের শিকার হলে ফ্রি-কিকের সুযোগ পায় বার্সা।

দারুণ শট করেও গোলরক্ষকের বাঁধায় দলকে এগিয়ে নিতে পারেননি মেমফিস ডিপেই।  
৩৬তম মিনিটে দারুণ সুযোগ পায় গালাতাসারাই। বার্সা ডিফেন্ডারের ভুলে বল পান মোহামেদ কেরেম আকতুরকগলু। রোনালদ আরাউহোকে কাটিয়ে বক্সে ঢুকলেও এরিক গার্সিয়ার বাঁধায় লক্ষ্যভেদ হয়নি তুর্কির এই উইঙ্গারের শট।

ছয় পরিবর্তন নিয়ে খেলতে নামা বার্সেলোনা বিরতির পর আনে আরও তিন পরিবর্তন। ৫৭তম মিনিটে এগিয়ে যেতে পারত দলটি। মেমফিসের দারুণ ক্রস থেকে হেড নেন সের্হিও বুসকেতস। কিন্তু হাত দিয়ে লাফিয়ে বল ক্রসবারের ওপরে পাঠান প্রতিপক্ষ দলের গোলরক্ষক। ৭৩তম  মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শট নেন ওসমান দেম্বেলে। কিন্তু অল্পের জন্য বলটি গোলপোস্টে ভেড়ায়নি। শেষদিকে এসেও গোল পেতে কম চেষ্টা করেনি কাতালানরা। কিন্তু তুর্কির ক্লাবটির দারুণ ডিফেন্ডিংয়ে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় জাভির দলকে।

চলতি মাসের ১৭ তারিখ ফিরতি লেগে তুরস্কের ইস্তানবুলে মুখোমুখি হবে দুই দল।

এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে