Dr. Neem on Daraz
Victory Day

পিএসএলের শিরোপা আফ্রিদির লাহোরের


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৮:১৭ এএম
পিএসএলের শিরোপা আফ্রিদির লাহোরের

ঢাকাঃ স্বপ্নময় একটি টুর্নামেন্ট কাটলো পাকিস্তানের সেনসেশন শাহিন শাহ আফ্রিদির। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারই প্রথম অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেলেন। আর প্রথমবারেই দলকে করে দিলেন চ্যাম্পিয়ন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার রাতে টুর্নামেন্টের ফাইনালে মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানসকে ৪২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কালান্দার্স। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। ২৫ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর কামরান গুলমানের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ।

২০ বলে ১৫ রান করে কামরান সাজঘরে ফেরত যান আসিফ আফ্রিদির বলে। তবে ফিফটি তুলে নেন মোহাম্মদ হাফিজ। ৪৬ বলে ৬৯ রান করেন তিনি। এরপরই ঝড় তুলেন ডেভিড ভিসা ও হেরি ব্রক। 

তাদের ১৬ বলের জুটিতে আসে ৪৩ রান। এর মধ্যে ৮ বলে ২৮ রানের ঝড় তুলে অপরাজিত থাকেন ভিসা। ২ চার ও ৩ ছক্কায় ২২ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন হেরি ব্রক। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে লাহোর।

জবাব দিতে নেমে শুরু থেকেই দিশা খুঁজে পায়নি মুলতান সুলতান। শুরুর দিকে মোহাম্মদ হাফিজ ও শেষে শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে পড়ে তারা। ২৩ বলে দলটির পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিল শাহ। ১৭ বলে ২৭ রান আসে টিম ডেভিডের ব্যাট থেকে। 

নির্ধারিত ২০ ওভারে ১৩৮ রানে অলআউট হয় মুলতান। ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট পান মোহাম্মদ হাফিজ। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তারা। পিএসএলের এবারের আসরের সেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

আগামীনিউজ/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে