Dr. Neem on Daraz
Victory Day

ক্যানসারে আক্রান্ত ক্রিস কেয়ার্নস


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ০৩:৫২ পিএম
ক্যানসারে আক্রান্ত ক্রিস কেয়ার্নস

ঢাকাঃ গতবছরের প্রায় পুরোটা সময় নানান শারীরিক জটিলতায় ভুগেছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্ন্স। নতুন বছরেও অসুস্থতা পিছু ছাড়ছে না তাকে। এবার নতুন করে অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ৫১ বছর বয়সী সাবেক তারকা ক্রিকেটার।

খবরটা ইনস্টাগ্রামে জানালেন ৫১ বছর বয়সী কেয়ার্নস। লিখলেন, ‘গতকাল আমাকে বলা হলো, আমার অন্ত্রে ক্যানসার হয়েছে। বড় চমক হয়েই এসেছে বিষয়টা; কারণ, আমি এমন কিছু মোটেও প্রত্যাশা করিনি। তাই এখন আবার শল্যচিকিৎসক আর বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে ঠিক করব, আমার কী করা উচিত। তবে আমি সব সময়ই ভাবি, জীবনের এই পর্যায়ে আসতে পারার জন্য আমি কত ভাগ্যবান!’

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে গুরুতর হার্ট অ্যাটাক এবং শরীরের নিম্নাঙ্গের প্যারালাইসিস থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন কেয়ার্ন্স। সেই অসুস্থতার কারণে রুটিন চেকআপ করাতে গিয়েই এবার অন্ত্রের ক্যান্সার ধরা পড়েছে তার।

যা কেয়ার্ন্সের কাছে রীতিমতো বড় এক ধাক্কা হয়েই এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এ বিষয়ে জানিয়েছেন তিনি নিজেই। যে কারণে এখন আবার নতুন করে সার্জনের ছুরি কাঁচির নিচে যেতে হবে কেয়ার্ন্সকে।

গত বছরের আগস্টে হার্ট অ্যাটাক থেকে মহাধমনীর গুরুতর অসুস্থতায় আক্রান্ত হয়েছিলেন কেয়ার্ন্স। সে সময় সার্জারির টেবিলে মেরুদণ্ডের স্ট্রোকের ফলে তা পা প্যারালাইজড হয়ে যায় এবং লাইফ সাপোর্টেও থাকতে হয়েছিল।

১৯৮৯ সালে অভিষিক্ত কেয়ার্নস নিউজিল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট খেলেছেন। ২০০৪ সালে অবসরের আগ পর্যন্ত তার বল হাতে গড় ছিল ২৯.৪, আর ব্যাট হাতে তা ছিল ৩৩.৫৩। ক্যারিয়ার শেষ করার আগে তিনি টেস্টে ৮৭টা ছক্কা হাঁকিয়েছিলেন যা তৎকালীন রেকর্ড ছিল। ২০০ উইকেট আর ৩০০০ রানের ডাবল অর্জন করা ষষ্ঠ অলরাউন্ডার ছিলেন তিনি। 

তবে তার মাঠের এই অর্জন কিছুটা ম্লান হয়ে গিয়েছিল ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে। যদিও কেয়ার্নস নিজে এই অভিযোগ অস্বীকার করে এসেছেন বরাবরই। করেছেন দুটো কোর্ট কেসও। দুই বারই বিজয়ীর হাসি হেসেছেন তিনিই। 

আগামীনিউজ/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে