Dr. Neem on Daraz
Victory Day

৩ ওভারে ৩ উইকেট নেই বাংলাদেশের


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ০৪:১২ পিএম
৩ ওভারে ৩ উইকেট নেই বাংলাদেশের

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপদে বাংলাদেশ। ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা।

মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের গতি আর গ্লেন ম্যাক্সওয়েলের স্পিনে বিভ্রান্ত হয়ে একের পর এক সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস, তিনে ব্যাটিংয়ে নামা সৌম্য সরকার চার নম্বর পজিশনে নামা মুশফিকুর রহিম।

২.৫ ওভারে দলীয় ১০ রানে প্রথম সারির এই তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

প্রথম ওভারেই সাজঘরে ফেরেন লিটন দাস। ইনিংসের তৃতীয় বলেই মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে ফেরেন লিটন। দলীয় ১ রানে ফেরেন এ ওপেনার।

এরপর দ্বিতীয় ওভারে জশ হ্যাজলউডের বলে বোল্ড হয়ে ফেরেন সৌম্য সরকার। ৮ বলে ৫ রান করে ফেরেন তিনি।

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া।

এ ম্যাচ বাংলাদেশের নিয়মরক্ষার বলা হলেও দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। জিতে গেলে বাংলাদেশের নামের পাশে দুটি পয়েন্ট যোগ হবে। প্রাইজমানি কিছুটা বাড়বে। র‌্যাংকিংয়ে অবনমন ঠেকানো যাবে। আর হারলে পূর্ণ হবে ব্যর্থতার ষোলোকলা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে