Dr. Neem on Daraz
Victory Day

মেসির জোড়া গোলে পিএসজির রোমাঞ্চকর জয়


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ১২:০২ পিএম
মেসির জোড়া গোলে পিএসজির রোমাঞ্চকর জয়

ছবি: সংগৃহীত

ঢাকাঃ দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়েও লিওনেল মেসির সাত মিনিটের ব্যবধানে জোড়া গোলে রোমাঞ্চকর জয় পেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগে লাইপজিগকে ৩-২ ব্যবধানে হারিয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল।

পার্ক দি প্রিন্সেসে বল নিয়ন্ত্রণে রেখে পিএসজি শুরুর দিকে প্রথমে গোল করে এগিয়ে যায়। ৯ মিনিটে ড্রাক্সলারের এসিস্টে এমবাপ্পে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ১-০ করেন।

পিছিয়ে থেকে লাইপজিগ গোল শোধ দেওয়ার চেষ্টা করতে থাকে। দুবার সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করতে পারেনি। ২৬ ও ২৭ মিনিটে তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেন গোলকিপার নাভাস ও ডিফেন্ডাররা। তবে ২৮ মিনিটে ঠিকই ম্যাচে সমতা নিয়ে আসে জার্মান ক্লাবটি। অ্যান্জেলিনোর ক্রসে আন্দ্রে সিলভা গোলকিপার নাভাসকে পরাস্ত করতে ভুল করেননি।

১-১ স্কোরলাইন রেখে দুইদল বিরতিতে গেছে। সেখান থেকে ফিরে লাইপজিগ ব্যবধান বাড়িয়ে নেয়। ৫৭ মিনিটে আবারও এসিস্টের ভূমিকায় অ্যান্জেলিনো। এই মিডফিল্ডারের ক্রসে মুকিয়েলে দারুণ ভলিতে লক্ষ্যভেদ করে লাইপজিগকে এগিয়ে নেন।এরপরই মেসি জাঁদু শুরু।

৬৭ মিনিটে পিএসজি ম্যাচে সমতায় ফেরে। এমবাপ্পের সহযোগিতায় লিওনেল মেসি আলতো টোকায় গোল করে দলকে স্বস্তি এনে দেন। ৭৩ মিনিটে এমবাপ্পেকে ফাউল করেন এক ডিফেন্ডার। পেনাল্টি থেকে মেসি গোল করে দলকে এগিয়ে নেন। আর এই গোলেই শেষ পর্যন্ত পিএসজির তিন পয়েন্ট নিশ্চিত হয়েছে।

এ জয়ে গ্রুপের শীর্ষে ফিরেছে পিএসজি। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭। ম্যানচেস্টার সিটি ৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বেলজিয়ান চ্যাম্পিয়ন ব্রুজ। 

অন্যদিকে, তিন ম্যাচের সবকটিতে হেরে গ্রুপের তলানিতে লাইপজিগ।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে