Dr. Neem on Daraz
Victory Day

সানরাইজার্স হায়দ্রাবাদ ৪ রানে জয়ী


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ১০:৩৪ এএম
সানরাইজার্স হায়দ্রাবাদ ৪ রানে জয়ী

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অভিষেক শর্মাকে (১০ বলে ১৩) হারালেও একটা সময় বেশ ভালো অবস্থানে ছিল হায়দরাবাদ। ১ উইকেটেই ছিল ৮৪ রান। কেন উইলিয়ামসন আর জেসন রয় দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭০।

তবে ২৯ বলে ৩১ করে উইলিয়ামসন ফেরার পরই রানের গতি কমে যায় হায়দরাবাদের। মেরে খেলছিলেন জেসন রয়। কিন্তু ১৫তম ওভারের শেষ বলে তিনিও আউট হলে (৩৮ বলে ৪৪) মুখ থুবড়ে পড়ে হায়দরাবাদ। শেষ ৫ ওভারে মাত্র ৩৪ রান যোগ করতে পারে তারা, হারায় ৩ উইকেট।

বুধবার আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৭ উইকেটে ১৪১ রানেই আটকে গেছে হায়দরাবাদ।

গ্লেন ম্যাক্সওয়েল ক্রিজে থাকেন বেশ কিছুক্ষণ। তিনি ৪০ রানে রানআউট হয়ে যান দুর্ভাগ্যজনকভাবে। তিনি ফেরার পরে পরেই পাড়িক্কলও (৪১) ফিরে যান। শেষ ওভারে জয়ের জন্য আরসিবির ১৩ রান প্রয়োজন ছিল, সেখান থেকে টার্গেট হয়ে দাঁড়ায় ১ বলে ৬ রান। কিন্তু এবি ডিভিলিয়ার্স পারলেন না ফিনিশিং লাইন ক্রস করাতে। ফলে চার রানে হারে বেঙ্গালুরু।

আর শেষ পর্যন্ত হায়দরাবাদের দেওয়া ১৪২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৩৭ রানে থামল ব্যাঙ্গালুরের ইনিংস। উইলিয়ামসনরা ম্যাচ জিতলেন চার রানে। ফলে আইপিএলে ১০০ তম জয় অধরাই রইল আরসিবির।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের অধিনায়ক বিরাট কোহলি।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে