Dr. Neem on Daraz
Victory Day

রাজস্থানকে হারিয়ে পয়েন্টের পঞ্চম স্থানে মুম্বাই


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৮:১৬ এএম
রাজস্থানকে হারিয়ে পয়েন্টের পঞ্চম স্থানে মুম্বাই

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাট করতে নেমে ২৭ রানের উদ্বোধনী জুটি পায় রাজস্থান। ৯ বলে ১২ রান করে জসস্বী জাসওয়াল সাজঘরে ফিরলে এই জুটি ভাঙে। এরপর যেন রীতিমতো ধ্বস নামে রাজস্থানের ইনিংসে। 

ছোট লক্ষ্যে খেলতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি রাজস্থানকেও। ১৩ বলে ২২ রান করে আউট হন রোহিত শর্মা। তবে ২৫ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন ঈশান কিশান। ৭০ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পায় মুম্বাই। 

৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। ২৫ বল খেলে ইশান কিশান ৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। মোস্তাফিজ ২.২ ওভার বল করে ৩২ রান দিয়ে নেন ১টি উইকেট। আজও তিনি ছিলেন বেশ খরুচে বোলার।

৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুম্বাইর দুই ওপেনার রোহিত শর্মা এবং ইশান কিশান বিচ্ছিন্ন হন ২৩ রানে। এর মধ্যে ১৩ বলে ২২ রানই করেন রোহিত। সুর্যকুমার যাদব ৮ বলে ১৩ রান করে আউট হন। হার্দিক পান্ডিয়া ৫ রানে অপরাজিত থাকেন। ইশান কিশান ২৫ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন। 

দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন ওপেনার এভিন লুইস। ৩ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৪ রান করেন তিনি। নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেটে হারিয়ে ৯০ রানে অলআউট হয়ে যায় রাজস্থান। ৪ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন কুলটার নায়ার। ৪ ওভারে ১২ রান দিয়ে তিন উইকেট নেন জিমি নিশাম। 

১৩ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে মুম্বাই। শুক্রবার নিজেদের শেষ ম্যাচে যদি সানরাইজার্স হায়দরাবাদকে হারাতে পারে মুম্বাই এবং রাজস্থান হারায় কলকাতাকে, তবে চতুর্থ স্থানে থেকে প্লে-অফ খেলবে রোহিত শর্মার দল।

রাজস্থান ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের সপ্তম স্থানে। চতুর্থ স্থানে থাকা তাদের এখনো গাণিতিকভাবে অসম্ভব নয়। তবে রানরেট অনেক কম থাকায় আশাটাও আসলে সেভাবে নেইও বলা যায়।

দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগেই প্লে-অফ নিশ্চিত করে রেখেছে। বাকি একটি দলের জন্য এখন অপেক্ষা।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে