Dr. Neem on Daraz
Victory Day

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের বিশ্ব রেকর্ড গড়লেন রোনালদো


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ১০:২৩ এএম
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের বিশ্ব রেকর্ড গড়লেন রোনালদো

ছবি: সংগৃহীত

ঢাকাঃ শুরুতে পেনাল্টি মিস করেছিলেন, হেরে যাওয়ার শঙ্কায় পড়েছিল দলও। কিন্তু হেডে শেষ মুহূর্তে পর পর  দুই গোল করে পর্তুগালকে জেতালেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে হয়ে গেল বিশ্ব রেকর্ডও। ইরানের আলি দাইকে ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক এখন এই পর্তুগিজ তারকা।

গত ইউরো কাপের আসরেই ৫ গোল করে দাইয়িকে স্পর্শ করেছিলেন। ছাড়িয়ে গিয়ে চূড়ায় উঠার অপেক্ষার অবসান ফুরালো মাস দুয়েক পর। বুধবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে শেষের রোমাঞ্চে ২-১ গোলে হারায় পর্তুগাল। জয়সূচক দুই গোলই এসেছে রোনালদোর মাথা থেকে।

৮৯ মিনিটে গাঞ্জালো গেদেসের ক্রস লাফিয়ে জালে ঢুকান রোনালদো। দল সমতায় ফেরার সঙ্গে তারও রেকর্ড হয়ে যায়। কিন্তু ঠিকমতো উদযাপনের অবস্থা ছিল না। যোগ করা সময়ের একদম শেষ দিকে আবার রোনালদো ম্যাজিক। এবার ডানদিক থেকে জোয়াও মারিওর ক্রস থেকে ফের হেডে গোল করে উল্লাসে মাতেন তিনি। অথচ শুরুতে তার দুর্বল স্পট কিক আভাস দিচ্ছিল এক হতাশাময় ম্যাচের। পরে দারুণ নৈপুণ্য দেখানোয় সেটাই হয়ে উঠল আলো ঝলমলে।

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল এখন ১১১। ১০৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন দাইয়ি।

ইউরো কাপে সর্বোচ্চ ১৪ গোলও তার। ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে রোনালদোর আছে ২১ গোলের রেকর্ড। ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়ন্স লিগেরও সর্বোচ্চ গোলদাতা সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া এই তারকা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে